thereport24.com
ঢাকা, বুধবার, ১ জানুয়ারি 25, ১৮ পৌষ ১৪৩১,  ১ রজব 1446

বার্সার বড় জয়

২০১৩ ডিসেম্বর ০৭ ১৩:৪৬:৩৫
বার্সার বড় জয়

দ্য রিপোর্ট ডেস্ক : কোপা ডেল রে’র শুক্রবার রাতের ম্যাচে কর্তাগেনাকে তাদের নিজেদের মাটিতে ৪-১ গোলের বিশাল ব্যাবধানে হারিয়েছে বার্সেলোনা। ২ ম্যাচ হারের পর জয়ের ধারায় ফিরেছে জেরার্ডো মার্টিনোর দল।

মেসিবিহীন বার্সেলোনা খেলার ১৬ মিনিটেই গোল খেয়ে বসে। কার্তাগেনার ফরওয়ার্ড পিন্টোর করা নিচু শটে পরাস্ত হন বার্সা গোলকিপার হোসে মোরিও। পিছিয়ে পড়া বার্সাকে তার ২০ মিনিট পরই সমতা এনে দিয়েছেন পেদ্রো। তার জোরালো শটে গোল করে খেলায় ফেরে বার্সা। তবে এরপর আর লাইনচ্যুত হয়নি পেদ্রোরা। নিজেদের আয়ত্তেই খেলা রেখেছেন বাকিটা সময়।

প্রথমার্ধ শেষ হওয়ার ২ মিনিট আগে আদ্রিয়ানোর ক্রস থেকে গোল করেছেন সেস ফ্যাব্রিগাস। বিরতির পর ৭৬ মিনিটে আবারো গোল করেছেন পেদ্রো। নিজের দ্বিতীয় গোল করার পাশাপাশি দল এগিয়ে যায় ৩-১ ব্যবধানে।

হ্যাট্রিক পেয়ে যেতেন পেদ্রো। কিন্তু ৯০ মিনিটে তার করা শটটি কার্তাগেনার গোলপোস্টে লেগে ফিরে আসে। ফিরতি বল পেয়ে যান ১৮ বছর বয়সী ফরওয়ার্ড জিন ডঙ্গু। প্রতিপক্ষের জালে বল পাঠিয়ে নিজের প্রথম গোলটি করেছেন তিনি। আর বার্সেলোনা ৪-১ ব্যবধানে জয় নিয়ে মাঠ ছেড়েছে।

(দ্য রিপোর্ট/এমআই/এস/জেএম/ডিসেম্বর ০৭, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

খেলা এর সর্বশেষ খবর

খেলা - এর সব খবর