thereport24.com
ঢাকা, সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১,  ২৩ জমাদিউল আউয়াল 1446

তারানকো এলেও চাপে নেই সরকার

২০১৩ ডিসেম্বর ০৭ ১৪:১৬:৫৯
তারানকো এলেও চাপে নেই সরকার

দ্য রিপোর্ট প্রতিবেদক : রাজনৈতিক চরম অস্থিরতার মধ্যে জাতিসংঘের সহকারী সেক্রেটারি জেনারেল অস্কার ফার্নান্দেজ তারানকো বাংলাদেশ সফরে এলেও কোনো রকম চাপ বা অস্বস্তিতে নেই সরকার ও আওয়ামী লীগ।

বাংলাদেশে অবাধ, সুষ্ঠু নির্বাচন করার জন্য সরকারের নেওয়া নানা পদক্ষেপ তাকে ব্রিফিং করা হবে। পাশাপাশি বিরোধী দলের সন্ত্রাসী কর্মকাণ্ড তুলে ধরা হবে। আওয়ামী লীগের একাধিক নেতার সঙ্গে কথা বলে এসব তথ্য জানা যায়।

এ ব্যাপারে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য কাজী জাফরউল্যাহ বলেন, তারানকোর সফর নিয়ে আমি যতটুকু জানি সরকারের মধ্যে কোনো বাড়তি চাপ বা অস্বস্তি নেই।

তিনি বলেন, বিদেশি অতিথি হিসেবে তাকে যতটুকু করা যায় তার সব কিছু করা হবে। তার সঙ্গে সরকারের নীতিনির্ধারণী পর্যায়ের বৈঠক হবে। এখানে নানা বিষয়ে উঠে আসবে। গণতান্ত্রিক প্রক্রিয়ায় সরকার নির্বাচন অনুষ্ঠান করার ব্যাপারে বদ্ধপরিকর এর নিশ্চয়তা প্রদান করবে।

আওয়ামী লীগ নেতারা মনে করেন, তারানকো নির্বাচনকে কেন্দ্র করে বাংলাদেশ সফরে এসেছেন। তার সফরকে ঘিরে সরকারের ভেতরে চাপ অনুভব করার কিছু নেই। সরকার সংবিধান মেনে কাজ করছে। বিদেশিরা সফরে এসে সরকারকে অন্যায় কিছু চাপিয়ে দেবে তার সুযোগ নেই।

এ প্রসঙ্গে আওয়ামী লীগের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ফারুক খান বলেন, তারানকোর সঙ্গে দলীয়ভাবে আমাদের বৈঠক হবে। সেখানে সংবিধানসম্মতভাবে আমরা নির্বাচন করতে চাই এবং নির্বাচন অবাধ, সুষ্ঠু নিরপেক্ষ করার জন্য ইতোপূর্বে কী কী পদক্ষেপ নিয়েছি, তা তুলে ধরব। পাশাপাশি সংবিধানের বাইরে গিয়ে বিরোধী দল যে ‘সলিয়েশন’ খুঁজছে এবং এর জন্য আন্দোলনের নামে যে ধরনের সন্ত্রাসী-নাশকতামূলক কর্মকাণ্ডে তারা লিপ্ত রয়েছে, তাও তুলে ধরা হবে।

তারানকোর সফরকে স্বাগত জানিয়ে ফারুক খান আরো বলেন, এসব বিষয়ে তাদের কথাও শুনব।

আওয়ামী লীগের নেতারা মনে করেন, তারানকোর সঙ্গে বৈঠকে সরকারের পক্ষ থেকে অবরোধের নামে বিরোধী দলের ধ্বংসাত্মক তৎপরতাকে ‘ক্যাশ’ করে বিরোধী দলকে উল্টো চাপে ফেলতে চাইবে সরকারের নীতি-নির্ধারণী মহল।

আওয়ামী লীগের প্রভাবশালী এক নেতা জানান, তারানকোর সঙ্গে আলোচনায় সরকার যেসব বিষয়গুলো উত্থাপন করবে তার মধ্যে অন্যতম বিরোধী দলের সহিংস আন্দোলন, মানুষ পুড়িয়ে মারা ও অজ্ঞাত স্থান থেকে ভিডিও বার্তায় কর্মসূচি ঘোষণা গণতান্ত্রিক আচরণ নয়। সরকার প্রমাণ করতে চাইবে বিরোধী দল আন্দোলনের নামে অগণতান্ত্রিক আচরণে লিপ্ত রয়েছে। আন্দোলনের নামে বিচ্ছিন্নতাবাদীর মতো আচরণ করছে তারা।

(দ্য রিপোর্ট/এইউএ/এস/এসবি/ডিসেম্বর ০৭, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

রাজনীতি এর সর্বশেষ খবর

রাজনীতি - এর সব খবর