thereport24.com
ঢাকা, মঙ্গলবার, ১৪ জানুয়ারি 25, ১ মাঘ ১৪৩১,  ১৪ রজব 1446

চবির প্রধান গেটে ছাত্রদলের তালা

২০১৩ ডিসেম্বর ০৭ ১৫:০৯:৩৫
চবির প্রধান গেটে ছাত্রদলের তালা

চট্টগ্রাম সংবাদদাতা : ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি আবদুল কাদের ভূঁইয়া জুয়েলকে গ্রেফতারের প্রতিবাদে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) প্রধান গেটে তালা লাগিয়ে দিয়েছে ছাত্রদল।

বিশ্ববিদ্যালয়ের পুলিশ ফাঁড়ির ইনচার্য রফিকুল আলম জানান, শনিবার দুপুর সাড়ে ১১টার দিকে ছাত্রদলের নেতাকর্মীরা প্রধান গেটে তালা লাগিয়ে দেয়। পরে ঘণ্টাখানেক পর পুলিশ গিয়ে তালা খুলে দেয়।

বিশ্বদ্যিালয়ের প্রক্টর (ভারপ্রাপ্ত) ডা. খান ওসমান বলেন, ছাত্রদলের নেতাকর্মীরা প্রধান ফটকে তালা লাগিয়ে দেয়। তবে আমরা কিছুক্ষণের মধ্যেই তালা খুলে ফেলি।

বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক প্রচার সম্পাদক সুজন জানান, অন্যায়ভাবে কেন্দ্রীয় সভাপতিকে গ্রেফতারের প্রতিবাদের অংশ হিসেবে তালা লাগানো হয়েছিল।

এদিকে কেন্দ্রীয় সভাপতিকে গ্রেফতারের প্রতিবাদে ক্যাম্পাসে মিছিল করেছে ছাত্রদল।

(দ্য রিপোর্ট/কেএইচসি/এফএস/লতি/এসবি/ডিসেম্বর ০৭, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর