thereport24.com
ঢাকা, রবিবার, ১৯ জানুয়ারি 25, ৬ মাঘ ১৪৩১,  ১৯ রজব 1446

নেকাব্বরের মহাপ্রয়াণের মুক্তি ২৭ ডিসেম্বর

২০১৩ ডিসেম্বর ০৭ ১৫:৫৪:০৬
নেকাব্বরের মহাপ্রয়াণের মুক্তি ২৭ ডিসেম্বর

দ্য রিপোর্ট প্রতিবেদক : ২৭ ডিসেম্বর শুক্রবার মুক্তি পাচ্ছে নির্মলেন্দু গুণের কবিতা অবলম্বনে নির্মিত চলচ্চিত্র নেকাব্বরের মহাপ্রয়াণ। সরকারি অনুদানে নির্মিত এ ছবির পরিচালক তরুণ নির্মাতা মাসুদ পথিক।

শনিবার সকালে মাসুদ পথিক দ্য রিপোর্টকে জানান, ইতোমধ্যে সিনেমার শব্দ ও আবহসংগীতসহ সম্পাদনার কাজ শেষ হয়েছে। তথ্য মন্ত্রণালয়ে জমাও দেয়া হয়েছে এটি।

তিনি জানান, কবি নির্মলেন্দু গুণের কবিতা অবলম্বনে নির্মিত নেকাব্বরের মহাপ্রয়াণ মুক্তিযুদ্ধের কাহিনীভিত্তিক চলচ্চিত্র। ছবির গল্পে গ্রামের এক সরল ও পঙ্গু মুক্তিযোদ্ধার বঞ্চনার কাহিনী তুলে ধরা হয়েছে। মুক্তিযুদ্ধকালীন গ্রাম শহরের রাজনীতির কলুষতা, দ্বন্দ্ব, প্রেম ও প্রতিবাদের কাহিনী সেলুলয়েডে উপস্থাপিত হয়েছে। এ ছাড়া র্সবপ্রাণবাদী মন ও নিসর্গ প্রীতিও এ ছবির আলেখ্য।

এ চলচ্চিত্রের আবহসংগীত ও শব্দ সম্পাদনার কাজ করছেন সাইম রানা। গানগুলো কম্পোজ করছেন প্রিন্স মাহমুদ, মুশফক লিটু, বেলাল খান ও অসীম সাহা। ছবির গানে কণ্ঠ দিয়েছেন মমতাজ, বারী সিদ্দিকী, প্রিয়াঙ্কা গোপ ও বেলাল খান। গীত রচনায় ছিলেন নির্মলেন্দু গুণ, মাসুদ পথিক, অসীম সাহা, সাইম রানা প্রমুখ।

ছবিটির প্রধান চরিত্রে অভিনয় করছেনে মামুনুর রশীদ। যার কবিতা নিয়ে এ ছবি সেই কবি নির্মলেন্দু গুণও অভিনয় করেছেন নেকাব্বরের মহাপ্রয়াণে।

(দ্য রিপোর্ট/এমএ/লতি/এইচএস/ডিসেম্বর ০৭,২০১৩)

পাঠকের মতামত:

SMS Alert

জলসা ঘর এর সর্বশেষ খবর

জলসা ঘর - এর সব খবর