thereport24.com
ঢাকা, শনিবার, ১১ জানুয়ারি 25, ২৭ পৌষ ১৪৩১,  ১১ রজব 1446

তারানকোর সঙ্গে আওয়ামী লীগের বৈঠক

ঘোষিত তফসিলে নির্বাচন : আশরাফ

২০১৩ ডিসেম্বর ০৭ ১৬:০৩:৫৪
ঘোষিত তফসিলে নির্বাচন : আশরাফ

দ্য রিপোর্ট প্রতিবেদক : ঘোষিত তফসিল অনুযায়ী ৫ জানুয়ারিই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে জানিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম বলেছেন, যারা নির্বাচনী প্রক্রিয়ায় আছে তাদের নিয়েই নির্বাচন হবে। সকল দলের অংশগ্রহণে আগামী নির্বাচন অনুষ্ঠিত হবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।

রাজধানীর প্যান প্যাসিফিক হোটেল সোনারগাঁওয়ে জাতিসংঘের সহকারী সেক্রেটারী জেনারেল অস্কার ফার্নান্দেজ তারানকোর সঙ্গে আওয়ামী লীগের ৭ সদস্যের প্রতিনিধি দলের বৈঠক শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ সব কথা বলেন।

সৈয়দ আশরাফুল ইসলাম বলেন, জাতিসংঘের সহকারী মহাসচিবের সঙ্গে আলোচনা হয়েছে। এটা প্রাথমিক আলোচনা। এখানেই জাতিসংঘের মহাসচিব বান কি মুনের সঙ্গে আমাদের ফলপ্রসূ আলোচনা হয়েছিলো। আলোচনার যে প্রক্রিয়া চলছে আশা করছি এই আলোচনাও ফলপ্রসূ হবে।

তিনি বলেন, গণতান্ত্রিক ধারা অব্যাহত রাখতে সকল দলের অংশগ্রহণে একটি নির্বাচন। আমরা সকলকে নিয়েই নির্বাচনে যাব।

অনেক দলই নির্বাচনে আসেনি উপস্থিত সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে আশরাফ বলেন, যারা নির্বাচনে আসে তাদের নিয়েই নির্বাচন হবে। অনেক রাজনৈতিক দল আছে তারা নির্বাচনে অংশগ্রহণ করেনি।

নির্বাচন কবে হবে সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ৫ জানুয়ারিই নির্বাচন হবে।

তিনি আরও বলেন, এটা প্রাথমিক আলোচনা। আলোচনা আরও হবে। জাতিসংঘের পক্ষ থেকে সকল দলের অংশগ্রহণে একটি অবাধ, সুষ্ঠু নির্বাচন চাওয়া হয়েছে। তবে আলোচনার বিষয়বস্তু জানতে আমাদের আরো সময় দিতে হবে।

বৈঠকে আওয়ামী লীগের ৭ সদস্যবিশিষ্ট প্রতিনিধি দলের নেতৃত্ব দিয়েছেন দলের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম।

দুপুর দেড়টার দিকে তিনি প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা এবং আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য গওহর রিজভীকে সঙ্গে নিয়ে হোটেল সোনারগাঁওয়ে প্রবেশ করেন।

সেখানে আগে থেকেই অবস্থান করেছিলেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য আমির হোসেন আমু, তোফায়েল আহমেদ, যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ, আর্ন্তজাতিক সম্পাদক কর্নেল (অব.) ফারুক খান, সাবেক রাষ্ট্রদূত শাহেদ রেজা।

এরপর আশরাফ প্রতিনিধি দলের সকল সদস্যকে নিয়ে বৈঠক রুমে প্রবেশ করেন। প্রায় ২ ঘণ্টা বৈঠক শেষে বেরিয়ে আসে প্রতিনিধি দলটি।

শুক্রবার রাতে ঢাকায় আসা তারানকো সোনারগাঁও হোটেলেই অবস্থান করছেন। সকালে তিনি পররাষ্ট্রমন্ত্রী ও পররাষ্ট্র সচিবের সঙ্গে বৈঠক করেন।

চার দিনের এ সফরে তিনি বিএনপি নেতাদের সঙ্গেও বৈঠক করবেন। এছাড়াও নির্বাচন সংশ্লিষ্ট অন্যদের সঙ্গেও আলোচনা করবেন তিনি।

এর সাত মাস আগে বাংলাদেশ সফরে এসেছিলেন জাতিসংঘ মহাসচিবের দূত হিসেবে। সে সময়ও তিনি দুই দলকে রাজনৈতিক সঙ্কট নিরসনে দ্রুত সংলাপের তাগিদ দেন। এছাড়া গত মে মাসে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বিরোধীদলীয় নেতা খালেদা জিয়ার সঙ্গে আলোচনা করে জাতিসংঘ মহাসচিব বান কি মুনের দুটি চিঠি তাদের হাতে তুলে দিয়েছিলেন।

(দ্য রিপোর্ট/এইউএ/সাদি/এমডি/ডিসেম্বর ৭, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

রাজনীতি এর সর্বশেষ খবর

রাজনীতি - এর সব খবর