thereport24.com
ঢাকা, রবিবার, ১৯ জানুয়ারি 25, ৬ মাঘ ১৪৩১,  ১৯ রজব 1446

হলিউড বলিউডে ম্যান্ডেলা স্মরণ

২০১৩ ডিসেম্বর ০৭ ১৬:৩৯:৫৪
হলিউড বলিউডে ম্যান্ডেলা স্মরণ

দ্য রিপোর্ট ডেস্ক : ৫ ডিসেম্বর বৃহস্পতিবার ৯৫ বছর বয়সে প্রয়াত হলেন আমাদের কালের নায়ক নেলসন ম্যান্ডেলা।

আমৃত্যু এই সংগ্রামীর প্রতি নিজেদের মর্মবেদনা জানালেন হলিউড ও বলিউড তারকারা এভাবে -

রিকি মার্টিন : ‘স্বর্গে পার্টি চলছে। উৎসবমুখর পরিবেশ। কারণ এক ও একক মানুষ নেলসন ম্যান্ডেলা পৌঁছে গেছেন।’

রিহানা : ‘একজন মহান মানুষ ছিলেন। এই কিংবদন্তিকে আমরা কখনো ভুলতে পারবো না।’

হিউ জ্যাকম্যান : ‘করুণা, মর্যাদা ও অনুপ্রেরণা মানেই নেলসন ম্যান্ডেলা। সবসময়ই তার দেখানো আলো জ্বলতে থাকবে। তিনি শান্তিতে থাকুন, সেই দোয়া করি।’

জাস্টিন টিম্বারলেক : ‘আমাদের মহান নেতা, আপনি আমাদের শিখিয়েছেন কিভাবে সহানুভূতি জানাতে হয়। শান্তিতে থাকুন।’

অমিতাভ বচ্চন : ‘একজন মহান মানুষ; ইচ্ছা, বিশ্বাস এবং অধ্যবসায় থেকে দূরে চলে গেলেন। কিন্তু ন্যায়ের জন্য যুদ্ধ করা শিখিয়ে গেলেন।’

(দ্য রিপোর্ট/আইএফ/রা/এইচএস/ডিসেম্বর ৭, ২০১৩)

পাঠকের মতামত:

SMS Alert

জলসা ঘর এর সর্বশেষ খবর

জলসা ঘর - এর সব খবর