thereport24.com
ঢাকা, মঙ্গলবার, ১৪ জানুয়ারি 25, ১ মাঘ ১৪৩১,  ১৪ রজব 1446

রাজশাহীতে সোমবার সকাল-সন্ধ্যা হরতাল

২০১৩ ডিসেম্বর ০৭ ১৭:১৫:৪৯
রাজশাহীতে সোমবার সকাল-সন্ধ্যা হরতাল

রাজশাহী সংবাদদাতা : রাজশাহী বিভাগের আট জেলায় সোমবার সকাল-সন্ধ্যা হরতালের ডাক দিয়েছে জাতীয়তাবাদী ছাত্রদল। দলের কেন্দ্রীয় কমিটির সভাপতি আবদুল কাদের ভূঁইয়া জুয়েলকে গ্রেফতার ও রিমান্ডে নেওয়ার প্রতিবাদে হরতালের ডাক দেওয়া হয়েছে বলে জানিয়েছেন রাজশাহী মহানগর ছাত্রদলের সভাপতি মাহফুজুর রহমান রিটন।

তিনি বলেন, শনিবার দুপুরে বিএনপি কার্যালয়ে রাজশাহী মহানগর ছাত্রদলের জরুরি বৈঠকে জেলার নেতৃবৃন্দের মতামতের ভিত্তিতে হরতালের ডাক দেওয়া হয়েছে। অবরোধের পাশাপাশি রাজশাহী বিভাগের আট জেলায় সোমবার সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত হরতাল পালন করা হবে বলে রিটন বলেন।

বৈঠকে মহানগর, জেলা, রাজশাহী বিশ্ববিদ্যালয় এবং রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

(দ্য রিপোর্ট/বিএইচএল/নূরু/এফএস/এমডি/ডিসেম্বর ০৭, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর