thereport24.com
ঢাকা, সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১,  ২৩ জমাদিউল আউয়াল 1446

পদত্যাগপত্র জমা দিতে পারেনি জাপা নেতারা

২০১৩ ডিসেম্বর ০৭ ১৭:২৩:০০
পদত্যাগপত্র জমা দিতে পারেনি জাপা নেতারা

দ্য রিপোর্ট প্রতিবেদক : জাতীয় পার্টির মহাসচিব ও নির্বাচনকালীন সরকারের বেসামরিক বিমান ও পর্যটনমন্ত্রী এ বি এম রুহুল আমিন হাওলাদার বলেছেন, ‘আজকে (শনিবার) ছুটির দিন, তাই প্রধানমন্ত্রী কার্যালয়ে যাননি। তাছাড়া দেশে একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি এসেছেন। এজন্য আমরা পদত্যাগপত্র জমা দিতে পারিনি। কালকে (রবিবার) প্রধানমন্ত্রীর কাছে অ্যাপোয়েন্ট চাওয়া হবে। উনি অ্যাপোয়েন্টমেন্ট দিলেই পদত্যাগপত্র জমা দেওয়া হবে।’

শনিবার বিকেলে এরশাদের বারিধারার প্রেসিডেন্ট পার্ক বাসভবনের নিচে উপস্থিত সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

হাওলাদার বলেন, ‘হুসেইন মুহম্মদ এরশাদ যতদিন বেঁচে আছেন ততদিন তিনি জাতীয় পার্টির চেয়ারম্যান থাকবেন। এ নিয়ে বিভ্রান্তির কোনো সুযোগ নেই। কয়েকটি পত্রিকা ও একটি টিভি চ্যানেল উদ্দেশ্যপ্রণোদিতভাবে জাতীয় পার্টির কর্মীদের বিভ্রান্ত করার জন্য ভুল খবর প্রকাশ করেছে।’

(দ্য রিপোর্ট/এসএ/এসকে/নূরু/এমডি/ডিসেম্বর ০৭, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

রাজনীতি এর সর্বশেষ খবর

রাজনীতি - এর সব খবর