thereport24.com
ঢাকা, বুধবার, ১৫ জানুয়ারি 25, ১ মাঘ ১৪৩১,  ১৫ রজব 1446

চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় নিহত ২

২০১৩ ডিসেম্বর ০৭ ১৭:২৮:১৯
চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় নিহত ২

চট্টগ্রাম সংবাদদাতা : চট্টগ্রামে পৃথক সড়ক দুর্ঘটনায় কলেজছাত্রসহ দুজন নিহত হয়েছেন। নিহতরা হলেন- কলেজছাত্র রিয়াদ মাহমুদ (১৮) ও আমির আলী (৩০)।

সীতাকুণ্ড থানার ডিউটি অফিসার নুরুল আবছার জানান, সীতাকুণ্ড উপজেলার পাক্কা মসজিদ এলাকায় শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে দ্রুতগামী একটি ট্রাক সীতাকুণ্ডমুখী একটি মোটরসাইকেলকে চাপা দেয়। ঘটনাস্থলেই আমির আলী (৩০) মারা যান।

নিহত আমির আলী উপজেলার শীতলপুরস্থ ম্যাক কর্পোরেশন নামের একটি শিপ ব্রেকিং ইয়ার্ডে কাটার ফোরম্যান হিসেবে কাজ করেন।

অন্যদিকে, মীরসরাই এলাকার বড়তাকিয়া বাইপাস এলাকায় শনিবার দুপুর সাড়ে ১২টায় বাসচাপায় কলেজছাত্র রিয়াদ মাহমুদ গুরুতর আহত হন। তাকে উপজেলা সদরের মাতৃকা হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহত রিয়াদ কামাল উদ্দিন চৌধুরী কলেজের বিজ্ঞান বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র।

মীরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইফতেকার হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

(দ্য রিপোর্ট/কেএইচসি/নূরু/এমএআর/ডিসেম্বর ০৭, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর