thereport24.com
ঢাকা, বুধবার, ১৫ জানুয়ারি 25, ১ মাঘ ১৪৩১,  ১৫ রজব 1446

মুন্সীগঞ্জে রবিবার হরতাল

২০১৩ ডিসেম্বর ০৭ ১৭:৩২:৫৪
মুন্সীগঞ্জে রবিবার হরতাল

মুন্সীগঞ্জ সংবাদদাতা : কেন্দ্রীয় ছাত্রদল সভাপতি ও সাধারণ সম্পাদককে গ্রেফতার এবং তাদের মুক্তির দাবিতে জেলায় রবিবার সকাল-সন্ধ্যা হরতালের ডাক দিয়েছে জাতীয়তাবাদী ছাত্রদল।

শনিবার বিকেলে এক জরুরি সভা শেষে এ হরতালের ঘোষণা দেওয়া হয়।

জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মাসুদ রানা জানান, শনিবার বিকেলে জেলা ছাত্রদলের এক জরুরি সভা দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয়। জেলা ছাত্রদলের সভাপতি মো. জসিম উদ্দিনের সভাপতিত্বে সভায় কেন্দ্রীয় ছাত্রদল সভাপতি ও সাধারণ সম্পাদককে গ্রেফতারের ঘটনায় তীব্র নিন্দা জানানো হয়।

তিনি আরো জানান, সভায় কেন্দ্রীয় ছাত্রদল নেতাদের মুক্তির দাবিতে রবিবার জেলায় সকাল-সন্ধ্যা হরতাল পালনের সিদ্ধান্ত গৃহীত হয়।

জেলা ছাত্রদল সভাপতি মো. জসিম উদ্দিন হরতাল আহ্বানের বিষয়টি নিশ্চিত করেছেন।

(দ্য রিপোর্ট/এমএএস/নুরু/এমএআর/ডিসেম্বর ০৭, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর