thereport24.com
ঢাকা, বুধবার, ১৫ জানুয়ারি 25, ১ মাঘ ১৪৩১,  ১৫ রজব 1446

বান্দরবানে ছাত্রদলের মিছিল-সমাবেশ

২০১৩ ডিসেম্বর ০৭ ১৭:৪১:৫০
বান্দরবানে ছাত্রদলের মিছিল-সমাবেশ

বান্দরবান সংবাদদাতা : ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি আব্দুল কাদের ভূইঁয়া জুয়েলকে গ্রেফতারের প্রতিবাদে জেলায় শনিবার বিকেলে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে নেতাকর্মীরা।

ছাত্রদলের পক্ষ থেকে প্রথমে মিছিল বের করা হয়। মিছিলটি ট্রাফিকমোড়, পৌরসভা কার্যালয়, বাস স্টেশন হয়ে মাদ্রাসা বাজারে দলীয় কার্যালয়ে গিয়ে শেষ হয়। এ সময় কয়েকটি স্থানে মিছিলে বাধা দেয় পুলিশ।

মিছিল শেষে দলীয় কার্যালয়ে জেলা ছাত্রদলের সহ-সভাপতি হাবিবুর রহমানের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক দৌলতুল করিব খাঁন, সহ-সভাপতি জিয়াউদ্দিন, মুসলিম উদ্দিন, যুগ্ম-সম্পাদক ফারুক আহম্মদ, জাহাঙ্গীর আলম, পৌর ছাত্রদলের সভাপতি আলাউদ্দিন আলো, কলেজ ছাত্রদলের সভাপতি মোরশেদ বিন ওমরসহ সংগঠনের নেতাকর্মীরা।

সমাবেশে বক্তারা বলেন, একদলীয় নির্বাচন করার জন্য সরকার বিএনপির শীর্ষ নেতাদের গ্রেফতারের পর ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতিকে মিথ্যা মামলায় গ্রেফতার করেছে। গ্রেফতার করে নির্দলীয় নিরপেক্ষ সরকারের দাবি থেকে বিএনপিসহ ১৮ দলীয় জোটকে সরানো যাবে না বলে বক্তারা জানান।

তারা আরো জানান, নিরপেক্ষ সরকার ছাড়া কোনো ষড়যন্ত্রের নির্বাচন জনগণ মেনে নেবে না। প্রহসনের নির্বাচন যে কোন মূল্যে প্রতিহত করা হবে। এ সময় তারা ছাত্রদল সভাপতিসহ কেন্দ্রীয় নেতাদের নিঃশর্ত মুক্তির দাবি করেন।

(দ্য রিপোর্ট/এমএএস/নূরু/এমএআর/ডিসেম্বর ০৭, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর