thereport24.com
ঢাকা, রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১,  ২০ জমাদিউস সানি 1446

সাপ্তাহিক টার্নওভার তালিকার শীর্ষে ডেল্টা লাইফ

২০১৩ ডিসেম্বর ০৭ ১৮:১১:৫৭
সাপ্তাহিক টার্নওভার তালিকার শীর্ষে ডেল্টা লাইফ

দ্য রিপোর্ট প্রতিবেদক : লেনদেন হওয়া পাঁচ কার্যদিবসে অন্যান্য কোম্পানির চেয়ে বেশি শেয়ার লেনদেন হওয়ায় সাপ্তাহিক টার্নওভার তালিকার শীর্ষে অবস্থান করছে ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স। দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গত সপ্তাহে এ কোম্পানির ৬৯ লাখ ৪২ হাজার ৫৫০টি শেয়ার লেনদেন হয়েছে।

দৈনিক গড়ে লেনদেন হয়েছে ১৩ লাখ ৮৮ হাজার ৫১০টি শেয়ার। সপ্তাহজুড়ে এ কোম্পানির মোট ২০২ কোটি ৭৬ লাখ ৮৪ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

লেনদেন হওয়া অধিকাংশ কার্যদিবসে শেয়ার দর ঊর্ধ্বমুখী ছিল ডেল্টা লাইফের। যে কারণে সপ্তাহ শেষে এ শেয়ারের দর ৯.৮৩ শতাংশ বেড়েছে।

গত বৃহস্পতিবার ডেল্টা লাইফের শেয়ার সর্বশেষ ২৮৯.৪ টাকায় লেনদেন হয়।

‘এ’ ক্যাটাগরির ডেল্টা লাইফ ১৯৯৫ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়। এর অনুমোদিত মূলধন ৫০০ কোটি এবং পরিশোধিত মূলধন ৯৯ কোটি টাকা। এর মোট ৯ কোটি ৯০ লাখ শেয়ারের মধ্যে উদ্যোক্তা পরিচালকের কাছে ৩৬.৭৬ শতাংশ এবং সাধারণ বিনিয়োগকারীদের কাছে রয়েছে ৬৩.২৪ শতাংশ শেয়ার।

(দ্য রিপোর্ট/সাদি/এইচকে/ডিসেম্বর ৭, ২০১৩)

পাঠকের মতামত:

SMS Alert

কোম্পানি সংবাদ এর সর্বশেষ খবর

কোম্পানি সংবাদ - এর সব খবর