thereport24.com
ঢাকা, শনিবার, ২৮ ডিসেম্বর ২০২৪, ১৪ পৌষ ১৪৩১,  ২৬ জমাদিউস সানি 1446

চট্টগ্রামে ৩ জামায়াত কর্মী আটক

২০১৩ ডিসেম্বর ০৭ ১৮:১৬:২০
চট্টগ্রামে ৩ জামায়াত কর্মী আটক

চট্টগ্রাম সংবাদদাতা : সাতকানিয়ায় ‘নাশকতায় অর্থযোগান দাতা’ সন্দেহে তিন জামায়াতকর্মীকে গাড়িসহ আটক করেছে পটিয়া থানা পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ৩ লাখ টাকা জব্দ করা হয়। পটিয়া থানার মোড় থেকে শনিবার বিকেল সাড়ে তিনটায় তাদের আটক করা হয়।

এ বিষয়ে পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মফিজ উদ্দিন বলেন, ‘সাতকানিয়ায় দীর্ঘদিন ধরে নাশকতা সৃষ্টি করে আসছিল জামায়াত-শিবির কর্মীরা। আর নাশকতার অর্থের যোগান দিয়ে আসছিল চট্টগ্রামে জামায়াত সর্মথিত কিছু ব্যবসায়ী। আমাদের কাছে তথ্য ছিল আজ (শনিবার) কোনো এক সময় সাতকানিয়ায় বড় ধরনের নাশকতা সৃষ্টি করবে জামায়াত-শিবির। আর এ জন্য চট্টগ্রাম থেকে অর্থ পাঠানো হচ্ছে।’

তবে মফিজ উদ্দিন ‘তদন্তের স্বার্থে’ আটক ব্যক্তিদের নাম ও ঠিকানা জানাতে অপারগতা প্রকাশ করেন।

(দ্য রিপোর্ট/কেএইচএস/আইজেকে/সাদি/এমডি/ডিসেম্বর ০৭, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর