thereport24.com
ঢাকা, বুধবার, ১৫ জানুয়ারি 25, ১ মাঘ ১৪৩১,  ১৫ রজব 1446

দাদনের টাকা শোধ না করায়

রংপুরে কৃষককে পিটিয়ে হত্যা

২০১৩ ডিসেম্বর ০৭ ১৮:২০:৩৯
রংপুরে কৃষককে পিটিয়ে হত্যা

রংপুর সংবাদদাতা : জেলার শলেয়াশাহ এলাকায় সুদের টাকা দিতে দেরি হওয়ায় শনিবার সকালে আলম মিয়া নামে এক কৃষককে পিটিয়ে হত্যা করেছে মহাজন ও তার সঙ্গীরা। আলম হাজিপাড়া এলাকার মৃত মেছের উদ্দিনের ছেলে।

পুলিশ জানায়, শলেয়াশাহ এলাকার দাদন ব্যবসায়ী মহাজন জাহাঙ্গীর আলমের কাছ থেকে সুদের ওপর ৩০ হাজার টাকা নেয় আলম মিয়া। সেটি সুদে-আসলে ৫০ হাজার টাকা হয়। টাকা দিতে দেরি করায় শনিবার দাদন ব্যবসায়ী জাহাঙ্গীর আলমের নেতৃত্বে তার সহযোগী ছাত্তার, আবু বকর, মেহেদীসহ অন্যরা আলমের বাড়িতে গিয়ে তাকে বেদম পেটায়। ঘটনাস্থলেই তিনি মারা যান।

গঙ্গাচড়া থানার অফিসার ইনচার্জ জানান, মৃতদেহ ময়নাতদন্তের জন্য রংপুর মেডিকেল কলেজ হাসাপাতালের মর্গে পাঠানো হয়েছে। হত্যাকারীদের গ্রেফতারের চেষ্টা চলছে।

(দ্য রিপোর্ট/আরএস/সাদি/এমএআর/ডিসেম্বর ০৭, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর