thereport24.com
ঢাকা, বুধবার, ১৫ জানুয়ারি 25, ১ মাঘ ১৪৩১,  ১৫ রজব 1446

রংপুরে ৬ প্রার্থীর মনোনয়নপত্র বাতিল

২০১৩ ডিসেম্বর ০৭ ১৮:২৭:২৮
রংপুরে ৬ প্রার্থীর মনোনয়নপত্র বাতিল

রংপুর সংবাদদাতা : রংপুরের ছয়টি আসনে মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ে ঋণ খেলাপিসহ বিভিন্ন কারণে ছয়জনের মনোনয়নপত্র বাতিল করেছেন রিটার্নিং অফিসার।

অন্যদিকে, জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদসহ ছয় জাপা প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহারের আবেদন করেছেন।

শনিবার দুপুরে জেলা নির্বাচন অফিসার সরকার আশরাফুল আলম জানান, ঋণ খেলাপিসহ বিভিন্ন কারণে রংপুর-১ আসনে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী আসাদুজ্জামান বাবলু ও বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির নজরুল ইসলাম, রংপুর-৩ আসনে ওয়ার্কার্স পার্টির কাজী মাজিরুল ইসলাম লিটন, রংপুর-৪ আসনে স্বতন্ত্র প্রার্থী জাপার করিম উদ্দিন ভরসার পুত্র সাইদুল ইসলাম ভরসা, রংপুর-৫ আসনে বর্তমান এমপি আশিকুর রহমানের পুত্র রাশেক রহমান এবং রংপুর-৬ আসনে স্বতন্ত্র প্রার্থী নোমান ইবনে খসরুর মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেছে রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক ফরীদ আহাম্মদ।

পুত্র রাশেক রহমানের প্রার্থিতা বাতিল হওয়ায় মিঠাপুকুর ৫ আসনে আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির কোষাধ্যক্ষ এইচএন আশিকুর রহমান সেখানে একক প্রার্থী থাকলেন। তাকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করা এখন সময়ের ব্যাপার। ওই আসনে জাতীয় পার্টির প্রার্থী এস এম ফখর উজ জামান জাহাঙ্গীর মনোনয়নপত্র তুললেও ব্যক্তিগত কারণে জমা দেননি।

(দ্য রিপোর্ট/আরএস/সাদি/এমএআর/ডিসেম্বর ০৭, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর