thereport24.com
ঢাকা, সোমবার, ২০ মে 24, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১,  ১২ জিলকদ  1445

অসহায় ইংল্যান্ড

২০১৩ ডিসেম্বর ০৭ ১৮:৪৬:২৯
অসহায় ইংল্যান্ড

দ্য রিপোর্ট ডেস্ক : অস্ট্রেলিয়ার বোলিংয়ের সামনে দাঁড়াতে পারেনি ইংল্যান্ড। তৃতীয় দিন ১৭২ রানেই শেষ ইংলিশদের প্রথম ইনিংস। জবাবে ৩ উইকেটে ১৩২ রান তুলে দিনের খেলা শেষ করেছে মাইকেল ক্লার্কের দল।

আগের দিন অস্ট্রেলিয়ার বিশাল রানের পিছনে ছুটতে গিয়ে ৩৫ রানে এক উইকেট হারিয়ে ছিল ইংল্যান্ড। তৃতীয় দিন আরও ব্যাটিং দৈন্য দেখিয়েছে তারা। মাইকেল কারবেরির ৬০ ও ইয়ান বেলের অপরাজিত ৭২ রান ছাড়া ভালো স্কোর গড়তে পারেনি সফরকারী কোনো ব্যাটসম্যান।

মিচেল জনসন একাই ধসিয়ে দিয়েছেন ইংলিশদের ব্যাটিং মেরুদণ্ড। ৭টি উইকেট নিয়েছেন এই পেসার। এজন্য ৪০ রান দিয়েছেন তিনি। এছাড়া নাথান লিও, পিটার সিডল ও শেন ওয়াটসন নিয়েছেন একটি করে উইকেট।

একই দিন দ্বিতীয় ইংনিসে খেলতে নেমে সফরকারী বোলারদের তুলোধুনো করেছেন অস্ট্রেলিয়ান ব্যাটসম্যানরা। রর্জাস, মাইকেল ক্লার্ক ও শেন ওয়াটসন আউট হলেও ১৩২ রানে দিনের খেলা শেষ করেছে স্বাগতিকরা। ৮৩ রানে ব্যাট করছেন ডেভিড ওয়ার্নার। অপরপ্রান্তে ২৩ রানে অপরাজিত রয়েছেন স্টিভেন স্মিথ।

সংক্ষিপ্ত স্কোর:

অস্ট্রেলিয়া দ্বিতীয় ইনিংস: ১৩২/৩ (ওয়ার্নার ৮৩*, স্মিথ ২৩*; অ্যান্ডারসন ২/১৯); প্রথম ইনিংস: ৫৭০/৯

ইংল্যান্ড প্রথম ইনিংস: ১৭২ (কারবেরি ৬০, বেল ৭২*; জনসন ৭/৪০)

(দ্য রিপোর্ট/সিজি/সাদি/ডিসেম্বর ৭, ২০১৩)

পাঠকের মতামত:

SMS Alert

খেলা এর সর্বশেষ খবর

খেলা - এর সব খবর