thereport24.com
ঢাকা, বুধবার, ১৫ জানুয়ারি 25, ১ মাঘ ১৪৩১,  ১৫ রজব 1446

ফেনীতে বোমা তৈরির সময় আহত ৩

২০১৩ ডিসেম্বর ০৭ ১৯:০৭:৩৩
ফেনীতে বোমা তৈরির সময় আহত ৩

ফেনী সংবাদদাতা : জেলা সদরের মোটবী ইউনিয়নের লক্ষ্মীপুর গ্রামে বোমা তৈরির সময় বিস্ফোরণে তিন যুবক গুরুতর আহত হয়েছে। শনিবার বিকেল ৫টার দিকে এ ঘটনা ঘটে।

আহতরা হলো লক্ষ্মীপুর গ্রামের আবদুল কুদ্দুসের ছেলে রিপন (৩৪), সাদেকুজ্জামানের ছেলে সাইফুল (৩২) ও স্বপন।

মোটবী ইউনিয়নের চেয়ারম্যান এম এ খালেক ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, লক্ষ্মীপুর গ্রামের একটি পরিত্যক্ত হিন্দু বাড়িতে ওই তিন যুবক বোমা বানাতে গেলে হঠাৎ বিস্ফোরিত হয়। বিস্ফোরণে তাদের শরীর ঝলসে যায়।

আহতদের মধ্যে রিপন ও সাইফুলকে ফেনী সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। স্বপন গোপনে একটি প্রাইভেট হাসপাতালে চিকিৎসা নিচ্ছে বলে জানা গেছে।

ফেনী সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) অসীম কুমার সাহা জানান, বোমা বিস্ফোরণে আহত দুজনের শরীরের ৪০ শতাংশ পুড়ে গেছে।

তাদের উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে পাঠানোর প্রক্রিয়া চলছে।

ফেনী সদর থানার অফিসার ইনচার্জ (ওসি, তদন্ত) আবুল কালাম আজাদ ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

মোটবী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম এ খালেক বোমায় আহত তিনজনকে যুবলীগ কর্মী বললেও জেলা যুবলীগের আহ্বায়ক দিদারুল কবির রতন জানান, আহতরা যুবলীগের কোন পদে নেই।

(দ্য রিপোর্ট/আরএইচআর/নূরু/এমএআর/ডিসেম্বর ০৭, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর