thereport24.com
ঢাকা, মঙ্গলবার, ৩১ ডিসেম্বর ২০২৪, ১৭ পৌষ ১৪৩১,  ২৯ জমাদিউস সানি 1446

এরশাদের বাসায় ক্রিকেটার সাকিব

২০১৩ ডিসেম্বর ০৭ ১৯:১৯:০৫
এরশাদের বাসায় ক্রিকেটার সাকিব

দ্য রিপোর্ট প্রতিবেদক : দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতিতে নিঃসন্দেহে আলোচনার কেন্দ্রে আছেন সাবেক রাষ্ট্রপতি এইচএম এরশাদ। এ মুহূর্তে তার বাসায় ভিড় করছেন দলীয় নেতাকর্মীরা। শনিবার সন্ধ্যায় ঘটেছে ভিন্ন রকম এক ঘটনা। কোনো রাজনৈতিক উদ্দেশ্যে নয়, নিজের বিবাহোত্তর সংবর্ধনার দাওয়াত দিতে ক্রিকেটার সাকিব আল হাসান যান এরশাদের বাসায়।

সন্ধ্যা ৬টা ৪০ মিনিটে কালো জিপে করে সাকিব আল হাসান পৌঁছান এরশাদের বারিধারার বাসভবন প্রেসিডেন্ট পার্কে। কোনো বাধা পেরুতে হয়নি সাকিবকে। সরাসরি দেখা করেছেন এরশাদের সঙ্গে। তুলে দিয়েছেন বিবাহোত্তর সংবর্ধনার দাওয়াতপত্র। এরশাদও সাদরে গ্রহণ করেছেন তার নিমন্ত্রণ। বলেছেন, আগামী ১৫ ডিসেম্বর তিনি উপস্থিত থাকবেন চীনমৈত্রী সম্মেলন কেন্দ্রে বিবাহোত্তর সংবর্ধনা অনুষ্ঠানে।

উল্লেখ্য, গত ১২.১২.১২ তে ওয়ানডের বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান হোটেল রূপসী বাংলায় বিবাহবন্ধনে আবদ্ধ হন যুক্তরাষ্ট্র প্রবাসী উম্মে আহমেদ শিশিরের সঙ্গে।

(দ্য রিপোর্ট/সাআ/সিজি/ডিসেম্বর ৭, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

খেলা এর সর্বশেষ খবর

খেলা - এর সব খবর