thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ৯ জানুয়ারি 25, ২৬ পৌষ ১৪৩১,  ৯ রজব 1446

ফিলিপাইনে পাঁচ জেলেকে গুলি করে হত্যা

২০১৩ ডিসেম্বর ০৭ ২০:২৩:২১
ফিলিপাইনে পাঁচ জেলেকে গুলি করে হত্যা

দ্য রিপোর্ট ডেস্ক : ফিলিপাইনের কোস্টগার্ড জানিয়েছে, একটি মাছ ধরার নৌকার পাঁচ জেলেকে গুলি করে হত্যা করেছে বন্দুকধারীরা। তারা জানিয়েছে, ফিলিপাইনের দক্ষিণাঞ্চলে শনিবার একটি স্পিডবোডে করে এসে বন্দুকধারীরা এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটায়। খবর এনডিটিভির।

কোস্টগার্ডের মুখপাত্র লেফন্যান্ট জোমার্ক আনগুয়ে জানিয়েছেন, শুক্রবার সমস্যাসংকুল দক্ষিণাঞ্চলীয় সুলু দ্বীপে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। তিনি বলেন, বন্দুকধারীরা গুলি চালিয়ে ওই ব্যক্তিদের হত্যার পর সেখানে থেকে দ্রুত পালিয়ে যায়। তবে এ ঘটনায় নিহতদের মধ্যে তিনজনের মৃতদেহ উদ্ধার করা সম্ভব হয়েছে।

আনগুয়ে বলেন, হামলাকারীরা জলদস্যু দলের সদস্য হয়ে থাকতে পারে বলে তারা ধারণা করছেন। তবে এটা এখনও অস্পষ্ট তারা কেন জেলেদের উপর হামলা চালিয়েছে।

এদিকে আইন-শৃঙ্খলা বাহিনী জানিয়েছে, সুলু দ্বীপের সশস্ত্র গ্রুপ ওই হামলা চালিয়ে থাকতে পারে। তাদের ধারণা জোর করে জেলেদের কাছ থেকে অর্থ ছিনিয়ে নেওয়ার সময় তারা এই হত্যাকাণ্ড করে থাকতে পারে।

ফিলিপাইনের সুলু দ্বীপে আল-কায়েদার সঙ্গে সম্পর্কিত আবু সায়াফ গ্রুপও বেশ সক্রিয়। এই গ্রুপটি ফিলিপাইনের ইতিহাসে বোমা হামলা, অপহরণ ও ডাকাতির মতো ভয়াবহ কর্মকাণ্ডের সঙ্গে জড়িত।

(দ্য রিপোর্ট/আদসি/এমডি/ডিসেম্বর ০৭, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

বিশ্ব এর সর্বশেষ খবর

বিশ্ব - এর সব খবর