thereport24.com
ঢাকা, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১,  ২২ জমাদিউল আউয়াল 1446

কক্সবাজারে পুলিশ-শিবির সংঘর্ষ

২০১৩ ডিসেম্বর ০৭ ২০:৪৯:৩৩
কক্সবাজারে পুলিশ-শিবির সংঘর্ষ

কক্সবাজার সংবাদদাতা : জেলা শহরে পুলিশ ও শিবিরকর্মীদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এ সময় শিবিরকর্মীরা ককটেল বিস্ফোরণ ঘটায়।

শহরের টেকপাড়া কালুর দোকান এলাকায় শনিবার বিকেলে শিবিরকর্মীরা রাস্তা অবরোধের চেষ্টা করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলে তারা পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ ও ককটেল বিস্ফোরণ ঘটায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ তিন রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি।

অন্যদিকে, শহরের পুরনো শহীদ মিনার রোডে ব্যাটারি চালিত একটি টমটম, হলিডে মোড় এলাকায় দুটি টমটম, পাওয়ার হাউস এলাকায় একটি এবং খরুলিয়া এলাকায় দুটি টমটম ও সিএনজি গাড়ি ভাঙচুর করে অবরোধকারীরা।

অবরোধের পাশাপাশি জেলা ছাত্রদলের ডাকা হরতালের সমর্থনে কক্সবাজার শহরসহ বিভিন্ন এলাকায় অবস্থান নেয় নেতাকর্মীরা। বিক্ষিপ্ত কিছু ঘটনা ছাড়া মোটামুটি শান্তিপূর্ণভাবে এ কর্মসূচি পালিত হয়।

শহরে দূরপাল্লার যানবাহন চলাচল না করলেও টমটম, রিক্সা ও সিএনজির চলাচল ছিল স্বাভাবিক।

(দ্য রিপোর্ট/কেএ/এমএআর/ডিসেম্বর ০৭, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর