thereport24.com
ঢাকা, বুধবার, ১৫ জানুয়ারি 25, ১ মাঘ ১৪৩১,  ১৫ রজব 1446

হিলি সীমান্তে আটক ৩

২০১৩ ডিসেম্বর ০৭ ২১:০৪:৫৯
হিলি সীমান্তে আটক ৩

হিলি (দিনাজপুর) সংবাদদাতা : জেলার হিলি সীমান্ত দিয়ে ভারতে প্রবেশের চেষ্টাকালে তিন বাংলাদেশিকে আটক করা হয়েছে। শনিবার বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা তাদের আটক করে।

আটকরা হলেন- গাজীপুর জেলা সদরের মৃত বিরেন্দ্র চৌধুরীর ছেলে সুনীল চৌধুরী (৬২) ও দয়াল চৌধুরী (৩০) এবং একই এলাকার গোপাল চৌধুরীর ছেলে তপন চৌধুরী (৩১)।

বিজিবির হিলি চেকপোস্ট ক্যাম্পের কোম্পানি কমান্ডার আতাহার আলী বলেন, সকাল ৯টার দিকে ওই তিনজন হিলি সীমান্তের আট নম্বর সেন্ট্রিপোস্ট দিয়ে অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টা করে। এ সময় বিজিবির সদস্যরা তাদের আটক করে।

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আহসান হাবীব জানান, বিজিবি বিকেলের দিকে আটক তিনজনকে থানায় সোপর্দ করেছে।

(দ্য রিপোর্ট/জেই/এমএআর/ডিসেম্বর ০৭, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর