thereport24.com
ঢাকা, বুধবার, ১৫ জানুয়ারি 25, ১ মাঘ ১৪৩১,  ১৫ রজব 1446

মাদারীপুরে ভবন থেকে পড়ে শ্রমিকের মৃত্যু

২০১৩ ডিসেম্বর ০৭ ২১:১৬:০১
মাদারীপুরে ভবন থেকে পড়ে শ্রমিকের মৃত্যু

মাদারীপুর সংবাদদাতা : জেলার পৌরসভার চারতলা নির্মাণাধীন ভবন থেকে পড়ে শনিবার সন্ধ্যা ৬টার দিকে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, পৌরসভার চারতলা নির্মাণাধীন ভবনে শনিবার দুপুরে কাজ করছিলেন পৌরসভার উকিলপাড়া এলাকার ইউনুস আলীর ছেলে সাজ্জাদ হোসেন (১৭)। দুপুর ২টার দিকে চারতলা ভবন থেকে পা পিছলে নিচে পড়ে যান তিনি। গুরুতর অবস্থায় তাকে মাদারীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়। সেখানে নেওয়ার পথে রাস্তায় তার মৃত্যু হয়।

মাদারীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোফাজ্জেল হোসেন ঘটনার সত্যতা স্বীকার করেছেন।

(দ্য রিপোর্ট/এসকেএ/এমএআর/ডিসেম্বর ০৭, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর