thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ৬ মার্চ 25, ২২ ফাল্গুন ১৪৩১,  ৬ রমজান 1446

থাইল্যান্ডের রোহিঙ্গা পাচার

জাতিসংঘ ও যুক্তরাষ্ট্রের তদন্তের আহ্বান

২০১৩ ডিসেম্বর ০৭ ২১:২০:৩৭
জাতিসংঘ ও যুক্তরাষ্ট্রের তদন্তের আহ্বান

দ্য রিপোর্ট ডেস্ক : থাইল্যান্ডের অভিবাসন কর্মকর্তাদের বিরুদ্ধে উত্থাপিত মিয়ানমারের রোহিঙ্গা উদ্বাস্তুদের মানব পাচারকারী চক্রের হাতে তুলে দেওয়ার অভিযোগ তদন্তের আহ্বান জানিয়েছে জাতিসংঘ ও যুক্তরাষ্ট্র। বৃহস্পতিবার এ বিষয়ে রয়টার্সে একটি অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশের পর শুক্রবার তারা এ আহ্বান জানায়। খবর রয়টার্সের।

তিনটি দেশে প্রায় দুই মাস ধরে অনুসন্ধান চালিয়ে থাইল্যান্ডের অভিবাসন বিভাগের এ অপকর্মের খবর ফাঁস করে বার্তাসংস্থা রয়টার্স। প্রতিবেদনে বলা হয়েছে, থাইল্যান্ডের অভিবাসন ডিটেনশন সেন্টারে থাকা রোহিঙ্গা উদ্বাস্তুদের সমুদ্রে অপেক্ষমাণ মানব পাচারকারী চক্রের হাতে তুলে দিচ্ছে ওই বিভাগের কর্মকর্তারা।

প্রতিবেদনে আরো বলা হয়েছে, পাচারকারীরা রোহিঙ্গা মুসলিমদের দক্ষিণ থাইল্যান্ডে নিয়ে যায়। সেখানে তাদের মালয়েশিয়ার সীমান্তে এক গোপন শিবিরে আটকে রাখা হয়। আটকদের আত্মীয়রা অনেক টাকা দিতে সক্ষম হলে তাদের ছেড়ে দেওয়া হয়। এখানে অনেককেই মারাত্মক প্রহার ও অনেককে মেরে ফেলা হয় বলেও রয়টার্সের ওই প্রতিবেদনে বলা হয়েছে।

জাতিসংঘের উদ্বাস্তু সংস্থার মুখপাত্র ভিভিয়ান তান বলেন, ‘যত দ্রুত সম্ভব এ অভিযোগের তদন্ত করা উচিত। আমরা ওই অঞ্চলের দেশগুলোকে আহ্বান জানাচ্ছি, তারা যেন তাদের (রোহিঙ্গা) নিরাপত্তা দেয়। বিশেষত, শোষণ ও অপব্যবহার থেকে তাদের রক্ষা করে।’

শুক্রবার জাতিসংঘের এ বিবৃতির কয়েক ঘণ্টা পর যুক্তরাষ্ট্র এক বিবৃতি দেয়। ইউএস স্টেট ডিপার্টমেন্টের মুখপাত্র ম্যারি হার্ফ বলেন, ‘আমরা এ অভিযোগের ব্যাপারে সজাগ যে, থাই সরকারি কর্মকর্তারা রোহিঙ্গা অভিবাসীদের মানব পাচারকারীদের কাছে বিক্রির সঙ্গে জড়িত। আমরা এ বিষয়ে একটি শক্ত তদন্ত করতে থাই সরকারকে আহ্বান জানাচ্ছি।’

তিনি আরো বলেন, ‘আমরা বার্মায় অরক্ষিত সম্প্রদায়গুলোর নিরাপত্তা ও মানবাধিকার পরিস্থিতি নিয়ে গভীর উদ্বিগ্ন।’

প্রসঙ্গত, মিয়ানমারের রাখাইন স্টেটে গত বছরের মার্চে শুরু হওয়া বৌদ্ধ-রোহিঙ্গা মুসলিমদের মধ্যকার দাঙ্গায় এ পর্যন্ত এক লাখ ৪০ হাজার রোহিঙ্গা উদ্বাস্তু হয়েছে।

(দ্য রিপোর্ট/এসকে/এমডি/ডিসেম্বর ০৭, ২০১৩)

পাঠকের মতামত:

SMS Alert

বিশ্ব এর সর্বশেষ খবর

বিশ্ব - এর সব খবর