thereport24.com
ঢাকা, বুধবার, ১৫ জানুয়ারি 25, ১ মাঘ ১৪৩১,  ১৫ রজব 1446

ঝিনাইদহে সংঘর্ষে আহত ৫, আটক ৪

২০১৩ ডিসেম্বর ০৭ ২১:২৬:১১
ঝিনাইদহে সংঘর্ষে আহত ৫, আটক ৪

ঝিনাইদহ সংবাদদাতা : জেলার মহেশপুরে তুচ্ছ ঘটনা নিয়ে দু-দল গ্রামবাসীর মধ্যে সংঘর্ষে পাঁচজন আহত হয়েছেন। পুলিশ ঘটনাস্থল থেকে চারজনকে আটক করেছে। শনিবার বিকেলে উপজেলার খালিশপুর বাজারে এ ঘটনা ঘটে।

মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকরাম হোসেন ঘটনার সত্যতা স্বীকার করে জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ দুই রাউন্ড টিয়ারশেল নিক্ষেপ করে। এছাড়া সেখান থেকে ইয়াছির আরাফাত, তৌহিদুল ইসলাম, বাবলুর রহমান ও আব্দুর রশিদকে আটক করা হয়েছে।

তিনি আরো জানান, গত ১ ডিসেম্বর মহেশপুর উপজেলার গোয়ালহুদা ও খর্দখালিশপুরের গ্রামের মধ্যে গরুর গাড়ি দৌঁড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। সেখানে উপস্থিত দু-গ্রামের দর্শকদের মধ্যে তুচ্ছ ঘটনা নিয়ে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। ওই ঘটনা নিয়ে শনিবার বিকেলে আবারও দু-পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। সংঘর্ষে পাঁচজন আহত হন। তাদের মধ্যে শান্তি নামের এক যুবককে আশঙ্কাজনক অবস্থায় মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভার্ত করা হয়েছে।

(দ্য রিপোর্ট/টিএম/এমএআর/ডিসেম্বর ০৭, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর