thereport24.com
ঢাকা, শনিবার, ১১ জানুয়ারি 25, ২৮ পৌষ ১৪৩১,  ১১ রজব 1446

খালেদা-তারানকো একান্ত বৈঠক

২০১৩ ডিসেম্বর ০৭ ২১:৩০:১৭
খালেদা-তারানকো একান্ত বৈঠক

দ্য রিপোর্ট প্রতিবেদক : বিরোধীদলীয় নেতা ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে জাতিসংঘের সহকারী সেক্রেটারী জেনারেল অস্কার ফার্নান্দেজ তারানকোর একান্ত বৈঠক হয়েছে। শনিবার রাতে বিএনপির সঙ্গে জাতিসংঘের প্রতিনিধি দলের বৈঠক শেষে সংক্ষিপ্ত সংবাদ বিফিংয়ে বিএনপির ভাইস চেয়ারম্যান শমসের মবিন চৌধুরী এ তথ্য জানান।

তিনি জানান তারানকোসহ আমরা সকলে বৈঠক করেছি। এককভাবে বিরোধী দলীয় নেতার সঙ্গে তারানকোর বৈঠক হয়েছে। তিনি বলেন, জাতিসংঘের চিঠি নিয়ে আমরা আলোচনার মাধ্যমে ঐক্যমত হয়েছি। তারানকোর সঙ্গে দু-একদিনের মধ্যে আবারও বৈঠক হবে।

প্রসঙ্গত, কিছুদিন আগে বাংলাদেশের রাজনৈতিক সংকট নিরসনে প্রধান দুই দলের নেত্রীকে একটি চিঠি দিয়েছিলেন জাতিসংঘের মহাসচিব বান কি মুন।

দীর্ঘ বৈঠকে কী আলোচনা হয়েছে সে ব্যাপারে তিনি বলেন, সব বিষয় নিয়ে আমরা আলোচনা করেছি।

এদিকে বিরোধীদলীয় নেতার কার্যালয় সূত্র থেকে জানা যায়, জাতিসংঘের বিশেষ দূত তারানকোর সঙ্গে পরবর্তী বৈঠক ৯ ডিসেম্বর সন্ধ্যায় অনুষ্ঠিত হবে।

(দ্য রিপোর্ট/এমএইচ/এমডি/ডিসেম্বর ০৭, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

রাজনীতি এর সর্বশেষ খবর

রাজনীতি - এর সব খবর