thereport24.com
ঢাকা, শুক্রবার, ২০ ডিসেম্বর ২০২৪, ৫ পৌষ ১৪৩১,  ১৮ জমাদিউস সানি 1446

পুরোদমে চলছে ‘রান আউট’ চলচ্চিত্রের কাজ

২০১৩ ডিসেম্বর ০৭ ২১:৩৫:০৩
পুরোদমে চলছে ‘রান আউট’ চলচ্চিত্রের কাজ

দ্য রিপোর্ট প্রতিবেদক : তন্ময় তানসেন পরিচালিত ‘রান আউট’ চলচ্চিত্রের সম্পাদনার কাজ চলছে। যদিও চলচ্চিত্রটির শুটিং এখনো শেষ হয়নি।

শহীদুজ্জান সেলিম, সজল ও মৌসুমী নাগ অভিনীত ‘রান আউট’ চলচ্চিত্রটি নিয়ে পরিচালক বলেন, ‘ব্যস্ততার মধ্যে যাচ্ছে। একদিকে অডিও স্টুডিওতে গানগুলো করছি। আরেক দিকে সম্পাদনার কাজ। সবকিছু তাড়াতাড়ি শেষ করার জন্য শুটিংয়ের পাশাপাশি সম্পাদনাও করছি। এরই মধ্যে ‘রান আউট’ চলচ্চিত্রের সব দৃশ্যের কাজ শেষ করে ফেলেছি। এখন গানের শুটিং বাকি। আশা করছি, জানুয়ারির মধ্যে সব শেষ করতে পারবো।’

‘রান আউট’ চলচ্চিত্রের সঙ্গীতের কাজ করছে তন্ময় তানসেনের ব্যান্ডদল ‘ভাইকিংস’।

অপরাধ জগতের গল্প নিয়ে চিত্রায়িত ‘রান আউট’ চলচ্চিত্রটি ভালোবাসা দিবসে মুক্তি পেতে পারে।

(দ্য রিপোর্ট/আইএফ/এইচএস/ডিসেম্বর ৭, ২০১৩)

পাঠকের মতামত:

SMS Alert

জলসা ঘর এর সর্বশেষ খবর

জলসা ঘর - এর সব খবর