thereport24.com
ঢাকা, মঙ্গলবার, ৩১ ডিসেম্বর ২০২৪, ১৭ পৌষ ১৪৩১,  ২৯ জমাদিউস সানি 1446

পুরুষ এককে কৃষ্ণান চ্যাম্পিয়ন

২০১৩ ডিসেম্বর ০৭ ২১:৪৬:১১
পুরুষ এককে কৃষ্ণান চ্যাম্পিয়ন

দ্য রিপোর্ট প্রতিবেদক : ইউনেক্স-সানরাইজ বাংলাদেশ ওপেন ইন্টরন্যাশনাল ব্যাডমিন্টন চ্যালেঞ্জে পুরুষ এককে চ্যাম্পিয়ন হয়েছেন মালয়েশিয়ার শাটলার কৃষ্ণান। শনিবার শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে ফাইনালে কৃষ্ণান ২৩-২১, ২১-১৪ পয়েন্টে হারিয়েছেন চাইনিজ তাইপের সু জেন হাওকে।

পুরুষ দ্বৈতের ফাইনালে চাইনিজ তাইপের লিয়াং জু ও কুয়ান হাও জুটি ২১-১৩, ২১-১৪ পয়েন্টে স্বদেশি হুং ইং ইউয়ান ও চেন হ্যাং জুটিকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছেন।মহিলা এককেও চ্যাম্পিয়ন হয়েছেন চাইনিজ তাইপের শাটলার পাই সিয়াও। ফাইনালে ভারতের শায়লি রেনের বিপক্ষে ২১-১০, ২১-১৩ পয়েন্টে জিতেছেন তিনি।

এদিকে মহিলা দ্বৈতে ভারতের প্রযুক্তা ও আরথি জুটি ২২-২০ ও ১৫-৪ পয়েন্টে জিতেছেন স্বদেশী ধানিয়া ও মোহিতা জুটির বিপক্ষে।মিশ্র দ্বৈতে মালয়েশিয়ার নুরিজোয়ান ও সানিরু জুটি ২১-১০ ও ২১-১১ পয়েন্ট ভারতের অভিষেক ও সংস্কৃতি জুটিকে হারিয়ে চ্যাম্পিয়ন হযেছেন।

(দ্য রিপোর্ট/ওআই/সিজি/ডিসেম্বর ৭, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

খেলা এর সর্বশেষ খবর

খেলা - এর সব খবর