thereport24.com
ঢাকা, রবিবার, ১৯ জানুয়ারি 25, ৬ মাঘ ১৪৩১,  ১৯ রজব 1446

আসছে ‘চ্যানেল ফাইভ’

২০১৩ ডিসেম্বর ০৭ ২১:৫৩:১৯
আসছে ‘চ্যানেল ফাইভ’

দ্য রিপোর্ট ডেস্ক : প্রবাসী বাঙালীদের প্রাণের কথা বলতে সিঙ্গাপুর থেকে সম্প্রচার কার্যক্রম শুরু করেছে ‘চ্যানেলফাইভ’। জানুয়ারিতে সম্প্রচার করার লক্ষ্যে এরই মধ্যে চ্যানেলটি সম্প্রচার কার্যক্রমের সার্বিক প্রস্তুতি সম্পন্ন হয়েছে। স্টার বাংলা টেলিভিশন লিমিটেড-এর মালিকানায় এটি হবে ২৪ ঘন্টার একটি পূর্ণাঙ্গ বাংলাচ্যানেল।

নিয়মিত সম্প্রচারের মাধ্যমে চ্যানেলটি শুধুমাত্র বিনোদনমূলক আর ইভেন্ট প্রচারসূচিতে যুক্ত করবে বলে সংশ্লিষ্টসূত্রে জানা গেছে। চব্বিশ ঘন্টার এই চ্যানেলটিতে থাকবে খবর। পাশাপাশি থাকবে বাংলাদেশে নির্মিত নাটক, টেলিফিল্ম ও চলচ্চিত্র। এ ছাড়া থাকবে ‘টকশো, শিশুতোষঅনুষ্ঠান, স্বাস্থ্যবিষয়ক অনুষ্ঠান প্রভৃতি। তবে প্রবাসী বাংলাদেশীদের সচেতন করতে বিশেষ গুরুত্ব দিয়ে প্রচার হবে খবর, ক্যারিয়ার গঠন, ইমিগ্রেশন, শিক্ষা ও আইনবিষয়ক অনুষ্ঠান।

চ্যানেল ফাইভ কতৃপক্ষ জানিয়েছেন, ‘এশিয়া, ইউরোপ, আফ্রিকা ও যুক্তরাষ্ট্র থেকে বিভিন্ন অনুষ্ঠান, উৎসব ও খেলাধুলা সরাসরি সম্প্রচার করবে চ্যানেলটি। প্রতিদিনইথাকবেপ্রবাসীদেরবিভিন্নকর্মকাণ্ড, সাফল্য, বিভিন্নসোসাইটিরঅনুষ্ঠান, সাংস্কৃতিক কর্মকান্ড নিয়ে বিশেষ অনুষ্ঠান। বাংলাদেশেও ব্যুরো অফিস স্থাপন করেছে চ্যানেল ফাইভ।

দেশের আনাচে কানাচে স্বজনদের সংবাদ সরবরাহ ও অনুষ্ঠান নির্মাণের মাধ্যমে প্রবাসীদের সামনে তুলে ধরতে কাজ করবে ব্যুরো অফিস। চ্যানেল ফাইভ’র সার্বিক দায়িত্বে রয়েছেন রনি বিকাশ বড়ুয়া। এছাড়া সিঙ্গাপুরে বসবাসকারী স্বনামধন্য সাংবাদিক, সম্প্রচার প্রকৌশলী এবং শিল্পী-সাহিত্যিকরা সম্পৃক্ত রয়েছেন চ্যানেল ফাইভ-এ।

চ্যানেলটির উদ্দেশ্য প্রসঙ্গে কর্তৃপক্ষ জানান, ‘প্রবাসীরা বাংলাদেশের অর্থনীতির বড় সহায়ক। রাজনীতি ও নীতিনির্ধারণে প্রবাসীদের ভূমিকা বিষয়ে রয়েছে। বাংলাদেশের অগুণতি মানুষ এখানে বসবাস করলেও দেশের রাজনীতি, অর্থনীতি, সামাজিক, সাংস্কৃতিক বিষয়ে খুব একটা খবর জানার সুযোগ তাদের হয়না। এর অন্যতম কারণ,দিন-রাতের বিশাল ব্যবধান। তাই প্রসাবীদের কাছে সর্বশেষ খবর পৌঁছে দেয়া, বিনোদন দেয়া ও সচেতন করার জন্য চ্যানেল ফাইভ। প্রবাসে বাংলাদেশীদের জন্যমত প্রকাশের কোনও মাধ্যম নেই। নিজেদের সংগঠিত করতে এই উদ্যোগ।’

চ্যানেল ফাইভ কর্তৃপক্ষ জানিয়েছেন, বাংলা ভাষার মানুষ বিশ্বের যেখানে আছেন সেখানেই ব্যুরো অফিস স্থাপন করা হবে। বিশ্বের সব দেশের সব খবর কভার করার জন্য থাকবে নিজস্ব প্রতিবেদক। বাংলাদেশের স্বজনদের কাছে প্রবাসীদের খবর, সংস্কতি ও বিনোদন পৌঁছে দেয়ার জন্য পর্যায় ক্রমে বাংলাদেশেও চ্যানেল ফাইভ সম্প্রচারের ব্যবস্থা নেওয়া হবে।

চ্যানেলটি কাজের জন্য আগ্রহীরা দিএইচআরএট চ্যানেল ফাইভে জীবন বৃন্তান্ত পাঠাতে পারেন।

(দ্যরিপোর্ট/আইএফ/এইচএস/ডিসেম্বর ৭, ২০১৩)

পাঠকের মতামত:

SMS Alert

জলসা ঘর এর সর্বশেষ খবর

জলসা ঘর - এর সব খবর