thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ৯ জানুয়ারি 25, ২৬ পৌষ ১৪৩১,  ৯ রজব 1446

লিবিয়ায় যুক্তরাষ্ট্রের নাগরিককে গুলি করে হত্যা

২০১৩ ডিসেম্বর ০৭ ২২:০৭:৩৮
লিবিয়ায় যুক্তরাষ্ট্রের নাগরিককে গুলি করে হত্যা

দ্য রিপোর্ট ডেস্ক : লিবিয়ার কর্তৃপক্ষ জানিয়েছে, দেশটির পূর্বাঞ্চলীয় শহর বেনগাজিতে যুক্তরাষ্ট্রের নাগরিক এক শিক্ষককে গুলি করে হত্যা করা হয়েছে। টেক্সাসের বাসিন্দা ওই শিক্ষক শহরটির একটি আন্তর্জাতিক স্কুলে রসায়ন পড়াতেন। খবর বিবিসির।

৩৩ বছর বয়সী রোনি স্মিথ বৃহস্পতিবার সকালে হাঁটাহাঁটি করতে বের হলে তাকে হত্যা করা হয়।

এখন পর্যন্ত কোনো দলই এই হামলার দায় স্বীকার করেনি।

এদিকে লিবিয়ায় অবস্থিত ইউএস দূতাবাসও এ ব্যাপারে আনুষ্ঠানিক কোনো মন্তব্য করেনি। তবে দেশটিতে নিযুক্ত ইউএস রাষ্ট্রদূত ডেরোরাহ জোন্স একটি টুইট বার্তায় নিহতের পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেছেন। পরে তিনি আরেকটি টুইট বার্তায় লেখেন, লিবিয়ার শত্রুরা সফল হবে না।

২০১২ সালের সেপ্টেম্বরে বেনগাজিতে হামলার ঘটনায় ইউএস রাষ্ট্রদূতসহ চারজন নিহত হয়। এরপর থেকেই বিভিন্ন দেশের সরকার বেনগাজিতে না যাওয়ার ব্যাপারে তাদের নাগরিকদের সতর্ক করে দিয়েছে।

(দ্য রিপোর্ট/আদসি/এসকে/ডিসেম্বর ০৭, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

বিশ্ব এর সর্বশেষ খবর

বিশ্ব - এর সব খবর