thereport24.com
ঢাকা, বুধবার, ১৫ জানুয়ারি 25, ১ মাঘ ১৪৩১,  ১৫ রজব 1446

মধ্য বাড্ডায় গুলিতে রিকশাচালক আহত

২০১৩ ডিসেম্বর ০৭ ২৩:৫৪:৪৬
মধ্য বাড্ডায় গুলিতে রিকশাচালক আহত

ঢামেক প্রতিনিধি : রাজধানীর মধ্য বাড্ডার লিংক রোডে শনিবার সন্ধ্যায় পুলিশের গুলিতে (ছররা) এক রিকশাচালক আহত হয়েছে।

বাড্ডা থানার উপ-পরিদর্শক (এসআই) জাহাঙ্গীর আলম জানান, তিনি সন্ধ্যা সাড়ে ৬টার দিকে মধ্য বাড্ডা লিংক রোডের আদর্শ নগরের মাথায় অচেতন অবস্থায় এক ব্যক্তিকে পড়ে থাকতে দেখেন। তারপর তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে যান।

আহতের আত্মীয়রা জানায়, তার নাম সজিব মোল্লা (১৫)। সে মধ্য বাড্ডার আদর্শ নগরের বাসিন্দা। আহতের বড় ভাই বাবু জানান, সে সন্ধ্যায় রিকশা নিয়ে বের হয়েছিল।

ঢামেকের জরুরি বিভাগের কর্তব্যরত ডাক্তার নওশেদ জানান, তার গলার বাম পাশে, গালে ও কানে অসংখ্য ছিদ্র আছে। দেখে মনে হচ্ছে তার শরীরে শর্টগানের গুলি লেগেছে।

(দ্য রিপোর্ট/এসআর/এসকে/এনডিএস/ডিসেম্বর ০৭, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর