thereport24.com
ঢাকা, বুধবার, ১৫ জানুয়ারি 25, ১ মাঘ ১৪৩১,  ১৫ রজব 1446

কুমিল্লায় সোমবার হরতাল

২০১৩ ডিসেম্বর ০৮ ০০:৩১:৫১
কুমিল্লায় সোমবার হরতাল

কুমিল্লা সবাদদাতা : কুমিল্লায় ৭ উপজেলায় সোমবার সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে কুমিল্লা উত্তর ছাত্রদল। ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি আবদুল কাদের ভূঁইয়া জুয়েল, সাধারণ সম্পাদক হাবিবুর রশীদ হাবিব, বিএনপির স্থায়ী কমিটির সদস্য এমকে আনোয়ারকে গ্রেফতারের প্রতিবাদে এ হরতাল আহ্বান করা হয়।

কুমিল্লার ইলিয়টগঞ্জে শনিবার বিকেলে আয়োজিত সাংবাদিক সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করেন উত্তর জেলা ছাত্রদল সভাপতি চৌধুরী রকিবুল হক শিপন।

ছাত্রদল সভাপতি বলেন, ‘সোমবার সকাল-সন্ধ্যা হরতাল পালন করার সময় যদি কোনো বাধা দেওয়া হয় তাহলে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।’

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- মুরাদনগর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মো. জয়নাল আবেদীন মোল্লা, যুগ্ম-আহ্বায়ক সৈয়দ আহাদুজ্জামান সজীব ও দেবিদ্বার উপজেলা সাংগঠনিক সম্পাদক আলী আশরাফ প্রমুখ।

হরতালের আওতাভুক্ত উপজেলাগুলো হলো- দাউদকান্দি, মেঘনা, তিতাস, হোমনা, চান্দিনা, মুরাদনগর ও দেবিদ্বার উপজেলা।

(দ্য রিপোর্ট/জেপি/এমএইচও/এনডিএস/ডিসেম্বর ০৮, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর