thereport24.com
ঢাকা, শনিবার, ১১ জানুয়ারি 25, ২৮ পৌষ ১৪৩১,  ১১ রজব 1446

ঢাকা মহানগরের হরতাল কমলো ১২ ঘণ্টা

২০১৩ ডিসেম্বর ০৮ ০১:০৫:০৮
ঢাকা মহানগরের হরতাল কমলো ১২ ঘণ্টা

দ্য রিপোর্ট প্রতিবেদক : ঢাকা মহানগরে রবিবার ২৪ ঘণ্টার হরতাল ১২ ঘণ্টা কমিয়েছে মহানগর বিএনপি। দলের ভাইস চেয়ারম্যান ও মহানগর বিএনপির আহ্বায়ক সাদেক হোসেন খোকাকে গ্রেফতার ও দুই দিনের রিমান্ডের প্রতিবাদে শুক্রবার এ হরতাল কর্মসূচি ঘোষণা করা হয়।

মহানগর বিএনপির সদস্য সচিব আবদুস সালাম শনিবার গভীর রাতে দ্য রিপোর্টকে বলেন, ‘মহানগরে রবিবার ভোর ৬টা থেকে সোমবার ভোর ৬টা পর্যন্ত যে হরতাল আহ্বান করা হয়েছিল, তা ১২ ঘণ্টা কমানো হয়েছে। এখন রবিবার ভোর ৬টা থেকে সন্ধ্যা ৬টা হরতাল পালিত হবে।’

আবদুস সালাম বলেন, নির্দলীয়, নিরপেক্ষ ও তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে রাজপথের আন্দোলন সংগ্রামকে দমানোর জন্য আওয়ামী সরকার বিএনপির ত্যাগী নেতাদের গ্রেফতারের অপকৌশল গ্রহণ করেছে। এরই ধারাবাহিকতায় তারা বিএনপির ভাইস চেয়ারম্যান ও ঢাকা মহানগর আহ্বায়ক সাদেক হোসেন খোকাকে গ্রেফতার করে।’

এদিকে শনিবার সকাল ৬টা থেকে সারাদেশে বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলের ৭২ ঘণ্টার অবরোধ চলছে।

(দ্য রিপোর্ট/এমএইচ/এনডিএস/ডিসেম্বর ০৮,২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

রাজনীতি এর সর্বশেষ খবর

রাজনীতি - এর সব খবর