thereport24.com
ঢাকা, বুধবার, ১৫ জানুয়ারি 25, ১ মাঘ ১৪৩১,  ১৫ রজব 1446

সাঁথিয়া আ’লীগ অফিস ভাঙচুরের অভিযোগে মামলা

২০১৩ ডিসেম্বর ০৮ ০২:৩৩:৫৩
সাঁথিয়া আ’লীগ অফিস ভাঙচুরের অভিযোগে মামলা

পাবনা সংবাদদাতা : পাবনার সাঁথিয়া উপজেলা আওয়ামী লীগ অফিস দখল ও ভাঙচুরের অভিযোগে সাবেক তথ্য প্রতিমন্ত্রী অধ্যাপক ড. আবু সাইয়িদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক আব্দুল্লাহ আল মাহমুদ দেলোয়ার বাদী হয়ে শনিবার রাত সাড়ে ১১টায় মামলাটি দায়ের করেন। মামলা নম্বর-৬।

সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীদ মাহমুদ দ্য রিপোর্টকে জানান, মামলায় অধ্যাপক ড. আবু সাইয়িদকে প্রধান আসামি করে ১৬ জনের নামসহ অজ্ঞাত আরও ২০-২৫ জনকে আসামি করা হয়েছে।

উল্লেখ্য, আসন্ন দশম জাতীয় সংসদ নির্বাচনে পাবনা-১ (সাঁথিয়া উপজেলা ও বেড়া উপজেলার আংশিক) আসনে আওয়ামী লীগের মনোনয়ন নিয়ে নির্বাচনে অংশ নিচ্ছেন বর্তমান স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু। অপরদিকে একই আসন থেকে সাবেক তথ্য প্রতিমন্ত্রী অধ্যাপক আবু সাইয়িদ স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

(দ্য রিপোর্ট/এসআর/এমএইচও/এনডিএস/ডিসেম্বর ০৮, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর