thereport24.com
ঢাকা, বুধবার, ১৫ জানুয়ারি 25, ১ মাঘ ১৪৩১,  ১৫ রজব 1446

লক্ষ্মীপুরে আ’লীগ কার্যালয় ভাঙচুর, আহত ৪

২০১৩ ডিসেম্বর ০৮ ০৩:৪৫:২১
লক্ষ্মীপুরে আ’লীগ কার্যালয় ভাঙচুর, আহত ৪

লক্ষ্মীপুর সংবাদদাতা : জেলার রামগতি উপজেলার জমিদারহাট বাজারে চরবাদাম ইউনিয়ন আওয়ামী লীগ কার্যালয় ভাঙচুর করা হয়েছে।

ভাঙচুরের এ ঘটনা ঘটে শনিবার সন্ধ্যা ৭টার দিকে। এ সময় আওয়ামী লীগের স্থানীয় ৪ নেতাকর্মী আহত হন।

রামগতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোকতার হোসেন দ্য রিপোর্টকে ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, অপ্রীতিকর ঘটনা এড়াতে বাজার ও আশপাশের এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, জমিদারহাট বাজারে ছাত্রদল নেতাকর্মীরা শুক্রবার সন্ধ্যা ৭টায় লাঠিসোটাসহ মিছিল বের করলে আওয়ামী লীগের নেতাকর্মীরা ধাওয়া করে। এ ঘটনার জের ধরে শনিবার সন্ধ্যা ৭টায় জমিদারহাট বাজারে বিএনপি ও ছাত্রদলকর্মীরা লাটিসোটা নিয়ে মিছিল সহকারে এসে ইউনিয়ন আওয়ামী লীগ কার্যালয়ে অতর্কিত হামলা চালায়। এ সময় তারা চেয়ার-টেবিল, টেলিভিশনসহ কার্যালয়ের আসবাবপত্র ভাঙচুর করে। তাদের হামলায় স্থানীয় আওয়ামী লীগের ৫ নেতাকর্মী আহত হন।

আহতরা হলেন- স্থানীয় আওয়ামী লীগ কর্মী মোসলেহ উদ্দিন (৪০), আবদুল কাদের (৩৫), নীরব (২২) ও আবুল বাশার (২৪)। তাদের রামগতি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

(দ্য রিপোর্ট/এমএকেএ/এমএইচও/এনডিএস/ডিসেম্বর ০৮, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর