thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ৬ মার্চ 25, ২২ ফাল্গুন ১৪৩১,  ৬ রমজান 1446

কলাম্বিয়ায় গাড়ি বোমা হামলায় নিহত ৮

২০১৩ ডিসেম্বর ০৮ ০৭:৪৮:০৬
কলাম্বিয়ায় গাড়ি বোমা হামলায় নিহত ৮

দ্য রিপোর্ট ডেস্ক : কলাম্বিয়ার এক পুলিশ স্টেশনে শক্তিশালী গাড়ি বোমা হামলায় কমপক্ষে ৮ জন নিহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির নিরাপত্তা বাহিনী।

কর্তৃপক্ষ এ হামলার জন্য দেশটির দক্ষিণ পশ্চিমাঞ্চলের কাউকা প্রদেশের বাম নিয়ন্ত্রিত ফার্ক বিদ্রোহীদের দায়ী করছে।

নিরাপত্তা বাহিনীর এক কর্মকর্তা জানান, শনিবার সকালে দেশটির ইঞ্জা শহরের পুলিশ স্টেশনে একটি গাড়ি বিস্ফোরিত হলে সেনা সদস্য ও পুলিশসহ ৬ জন এবং ২ বেসমারিক লোক মারা যান।

এ ছাড়া হামলার সময় হাতে তৈরি মর্টার নিক্ষেপ ও গুলি চালানো হয়েছে বলেও দেশটির স্থানীয় গণমাধ্যমগুলো জানিয়েছে।

দেশটিতে ৫০ বছর ধরে চলমান সরকারি বাহিনী ও ফার্ক বিদ্রোহীদের মধ্যে সংঘর্ষের অবসানে আলোচনা চলছে। এ সংঘর্ষে দেশটিতে কমপক্ষে দুই লাখ ২০ হাজার লোক ক্ষতিগ্রস্ত হয়েছে।

(দ্য রিপোর্ট/এআইএম/এনডিএস/ডিসেম্বর ০৮, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

বিশ্ব এর সর্বশেষ খবর

বিশ্ব - এর সব খবর