thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ৯ জানুয়ারি 25, ২৬ পৌষ ১৪৩১,  ৯ রজব 1446

পাকিস্তানের ‘গোপন’ বন্দিদের আদালতে হাজির

২০১৩ ডিসেম্বর ০৮ ০৭:৩৯:৩৫
পাকিস্তানের ‘গোপন’ বন্দিদের আদালতে হাজির

দ্য রিপোর্ট ডেস্ক : পাকিস্তানি সেনাবাহিনীর আটক ১৪ গোপন বন্দিকে শনিবার ইসলামাবাদে সুপ্রিম কোর্টের সামনে হাজির করা হয়েছে। কোনো প্রকার চার্জ গঠন না করেই এ বন্দিদের দিনের পর দিন গোপন স্থানে আটক রাখা হয়েছিল বলে অভিযোগ রয়েছে। খবর বিবিসির।

হাজির করা ১৪ বন্দির মধ্যে ৬ জনকে তাদের স্বজনরা চিহ্নিত করতে পেরেছেন। স্বজনদের অভিযোগ, একটি বিস্ফোরণ কেন্দ্র থেকে আটক হওয়ার পর তাদের আর কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না।

কর্মকর্তারা জানিয়েছেন, সামনের দিনগুলোতে এ রকম আরও বন্দিদের আদালতে হাজির করা হবে।

সুপ্রিম কোর্টের এক আদেশের পরিপ্রেক্ষিতে দেশটির সামরিক বাহিনী এ বন্দিদের আদালতে হাজির করে। তারা জানিয়েছে আগামী সোমবার ও মঙ্গলবার আরও বন্দিদের হাজির করা হবে।

মানবাধিকার সংগঠনগুলোর অভিযোগ, সাম্প্রতিক সময়ে পাকিস্তানে অস্ত্রধারী ও জাতীয়তাবাদী গোষ্ঠীগুলোর মধ্যে সংঘর্ষে কোনো চার্জ গঠন ছাড়াই অসংখ্য লোককে আটক রাখা হয়েছে।

(দ্য রিপোর্ট/এআইএম/এনডিএস/ডিসেম্বর ০৮, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

বিশ্ব এর সর্বশেষ খবর

বিশ্ব - এর সব খবর