thereport24.com
ঢাকা, বুধবার, ১৫ জানুয়ারি 25, ২ মাঘ ১৪৩১,  ১৫ রজব 1446

যাত্রাবাড়ীতে বাসে আগুন

২০১৩ ডিসেম্বর ০৮ ০৮:৪৫:৫০
যাত্রাবাড়ীতে বাসে আগুন

দ্য রিপোর্ট প্রতিবেদক : রাজধানীর যাত্রাবাড়ী থানার মাতুয়াইল মাতৃসদন হাসপাতালের সামনে রবিবার সকাল পৌনে ৬টার দিকে একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা।

প্রত্যক্ষদর্শীরা জানান, ফজরের নামাজের পর ঢাকা মহানগর দক্ষিণ শিবিরের একটি মিছিল মাতুয়াইল মাতৃসদনের সামনে এসে কয়েকটি গাড়িতে ইটপাটকেল ছোড়ে এবং একটি বাসে আগুন ধরিয়ে দেয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে যাত্রাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রফিকুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে আসে এবং কয়েক রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে। এরপর মিছিলটি ছত্রভঙ্গ হয়ে যায়। ফায়ার সার্ভিসের দুটি ইউনিট এসে আগুন নিভিয়ে ফেলে।

(দ্য রিপোর্ট/এ/এস/এএস/ডিসেম্বর ০৮, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর