thereport24.com
ঢাকা, বুধবার, ১৫ জানুয়ারি 25, ২ মাঘ ১৪৩১,  ১৫ রজব 1446

সাতক্ষীরায় আ.লীগ কর্মীকে পিটিয়ে হত্যা

২০১৩ ডিসেম্বর ০৮ ০৯:০৩:২৯
সাতক্ষীরায় আ.লীগ কর্মীকে পিটিয়ে হত্যা

সাতক্ষীরা সংবাদদাতা : সাতক্ষীরায় এক আওয়ামী লীগকর্মীকে খুন করেছে দুর্বৃত্তরা। নিহতের নাম এজাহার আলী (৫৫)। তিনি ওই গ্রামের মৃত আজিজার রহমানের ছেলে। সদর উপজেলার আমতলা-বল্লী গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত এজাহার আলীর ছেলে বাবু জানান, রাতে তার বাবা বাড়ি সংলগ্ন দোকানে ঘুমিয়ে ছিলেন। রাত ২টার দিকে তাকে দুর্বৃত্তরা কুপিয়ে ও পিটিয়ে মারাত্মক জখম করে ফেলে রেখে যায়।

প্রতিবেশীরা তাকে উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করলে রবিবার সকাল ৮টায় তিনি মারা যান।

সাতক্ষীরা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) ইনামুল হক ঘটনা নিশ্চিত করে বলেন, প্রতিবেশীর সঙ্গে জমি নিয়ে তার বিরোধ ছিল। এ ঘটনার জের ধরে ঘটনাটি ঘটেছে বলে পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে। হত্যাকারীদের গ্রেফতারের চেষ্টা চলছে বলে জানান তিনি।

(দ্য রিপোর্ট/এমআর/এএস/ডিসেম্বর ০৮, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর