thereport24.com
ঢাকা, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১,  ২২ জমাদিউল আউয়াল 1446

বাসাবো-বাড্ডায় ককটেল বিস্ফোরণ

২০১৩ ডিসেম্বর ০৮ ০৯:৩০:৩১
বাসাবো-বাড্ডায় ককটেল বিস্ফোরণ

দ্য রিপোর্ট প্রতিবেদক : রাজধানীর সবুজবাগের বাসাবো এলাকায় অবরোধের সমর্থনে একটি মিছিল বের করে শিবিরকর্মীরা। এসময় তারা ৫টি ককটেলের বিস্ফোরণ ঘটায়।

রবিবার সকাল সাড়ে ৭টার দিকে এ ঘটনা ঘটে। ঢাকা মহানগর পূর্ব শিবিরের ব্যানারে মিছিলটি বের করা হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল সাড়ে ৭টার দিকে অবরোধের সমর্থনে একটি মিছিল বের করে শিবিরকর্মীরা। এ সময় তারা কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটায় এবং রাস্তায় পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয়।

সবুজবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাবুল মিয়া বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

অপরদিকে বাড্ডার লিংক রোডে অবরোধের সমর্থনে দুটি ককটেল বিস্ফোরণ ঘটানো হয়। রবিবার সকাল ৯টা ১০মিনিটে এ ঘটনা ঘটে।

একই সময় রায়েরবাগ সাদ্দাম মার্কেটের সামনে হরতাল সমর্থনে শিবিরের মিছিল বের করে। এ সময় মিছিল থেকে তারা কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য পুলিশ কয়েক রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে। তবে এতে কেউ হতাহত হয়নি। পুলিশ কাউকে আটক করতে পারেনি।

(দ্য রিপোর্ট/এনইউডি/এফএস/এস/জেএম/ডিসেম্বর ০৮, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর