thereport24.com
ঢাকা, শনিবার, ১১ জানুয়ারি 25, ২৮ পৌষ ১৪৩১,  ১১ রজব 1446

সব দল ছাড়া নির্বাচনে যাব না : তারানকোকে এরশাদ

২০১৩ ডিসেম্বর ০৮ ০৯:৫৯:১৬
সব দল ছাড়া নির্বাচনে যাব না : তারানকোকে এরশাদ

দ্য রিপোর্ট প্রতিবেদক : সব দলের অংশগ্রহণ ছাড়া জাতীয় পার্টি নির্বাচনে যাবে না বলে জাতিসংঘের সহকারী মহাসচিব অস্কার ফার্নান্দেজ তারানকোকে জানিয়েছেন পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ।

এরশাদের বাসভবন বারিধারার প্রেসিডেন্ট পার্কে রবিবার সকালে বৈঠক শেষে সাংবাদিকদের একথা জানান পার্টির মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার ও প্রেসিডিয়াম সদস্য জিএম কাদের। সকাল সাড়ে ৯টা থেকে সাড়ে ১০টা পর্যন্ত এরশাদের সঙ্গে প্রায় এক ঘণ্টা বৈঠক করেন তারানকোর নেতৃত্বে একটি প্রতিনিধি দল।

বৈঠক শেষে সকাল পৌনে ১১টায় এবিএম রুহুল আমিন হাওলাদার বলেন, ‘দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে জাতিসংঘের প্রতিনিধি দলের সঙ্গে জাতীয় পার্টির চেয়ারম্যানের আলোচনা হয়েছে। সুষ্ঠু-নিরপেক্ষ নির্বাচনে কী কী পদক্ষেপ নেওয়া যায়, সে বিষয়ে তারা জানতে চেয়েছেন। আমাদের চেয়ারম্যান সুনির্দিষ্ট অনেকগুলো প্রস্তাবনা তুলে ধরেছেন।’

তিনি বলেন, ‘মানুষের জীবনের নিরাপত্তা ফিরিয়ে দেওয়া এবং আস্থা অর্জনে সব দলের একত্রে বসে আলোচনা করতে হবে। আমরা বলেছি, বর্তমানে যে অবস্থা চলছে এটি নিরসন করতে হবে। কয়েক দিন আগে প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা করার সময়ও আমরা বলেছি নির্বাচনের সময় পেছাতে হবে এবং সব দলের নির্বাচনে অংশ নিতে হবে। নির্বাচন কমিশনের সঙ্গে আমরা প্রয়োজনে আবারো বসব। সময় দিতে হবে, যেন সব দল নির্বাচনে আসতে পারে। সরকারি দল, বিরোধী দল এবং দেশের বিশিষ্টজন এক টেবিলে বসে আলোচনা করতে হবে।’

জিএম কাদের বলেন, ‘তারা (জাতিসংঘের প্রতিনিধি দল) আমাদের অবস্থান ও মতামত জানতে চেয়েছেন। আমরা তাদের বলেছি এই মুহূর্তে নির্বাচন হওয়া বাঞ্চনীয় নয়। এই মুহূর্তে নির্বাচন হলে তা গ্রহণযোগ্য হবে না। নির্বাচনের সময় পিছিয়ে সবার সঙ্গে বসে একটি পদ্ধতি বের করতে হবে, যে পদ্ধতিতে সুষ্ঠু নির্বাচন সম্ভব হবে। সব দলের অংশগ্রহণ ছাড়া আমরা নির্বাচনে অংশ নেবো না।’

এক প্রশ্নের জবাবে জিএম কাদের বলেন, ‘নির্বাচনের সময় পেছালেও সব দল আসবে কিনা, তা আমরা বলতে পারব না। সব দল না এলে আমরা নির্বাচনে যাব না।’

(দ্য রিপোর্ট/সাআ/ডব্লিউএস/এস/জেএম/ডিসেম্বর ০৮, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

রাজনীতি এর সর্বশেষ খবর

রাজনীতি - এর সব খবর