thereport24.com
ঢাকা, সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১,  ২১ জমাদিউস সানি 1446

‘২৫ অক্টোবর নয়া পল্টনে জনসভা করবই’

২০১৩ অক্টোবর ২৩ ১৭:১১:৫৯
‘২৫ অক্টোবর নয়া পল্টনে জনসভা করবই’
দিরিপোর্ট২৪ প্রতিবেদক : বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জোর দিয়ে বলেছেন, ‘আমরা স্পষ্টভাষায় বলতে চাই, ২৫ অক্টোবর নয়া পল্টনে জনসভা করবই। জোটনেত্রী খালেদা জিয়া ওই জনসভায় থাকবেন।’

বিএনপির চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে বুধবার ১৮ দলীয় জোটের মহাসচিব পর্যায়ের বৈঠক শেষে তিনি সাংবাদিকদের এ কথা বলেন।

২৫ অক্টোবর রাজধানীতে জনসভার পাশাপাশি সারা দেশের সব জেলা ও উপজেলা সদরে জোটের উদ্যোগে সভা-সমাবেশ অনুষ্ঠানের ঘোষণা দেন ফখরুল।

তিনি বলেন, সংলাপের যে পরিবেশ সৃষ্টি হয়েছে তা অব্যাহত রাখতে সভা-সমাবেশের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়া সরকারের প্রাথমিক দায়িত্ব। নাশকতা হতে পারে বলে পুলিশের কাছে তথ্য আছে, এ বিষয়ে তিনি বলেন, ‘যারা বলেন আমরা নাশকতা করতে পারি, তারাই নাশকতা ঘটান। আমরা শান্তিপূর্ণ পরিবেশে সমাবেশ করতে চাই। নাশকতার মাধ্যমে সরকার পরিবর্তনের কোনো ইচ্ছা আমাদের নেই। আমরা গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচনের মাধ্যমে সরকার পরিবর্তনে বিশ্বাস করি। ২৫ অক্টোবর হবে অত্যন্ত শান্তিপূর্ণ সমাবেশ।’


সভা-সমাবেশের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে না নিলে কী করবেন- এমন প্রশ্নের জবাবে মির্জা ফখরুল বলেন, ‘আমরা সমাবেশ করব। নিষেধাজ্ঞা তুলে নিতে আমরা সরকারের প্রতি আহবান জানাচ্ছি।’

তিনি বলেন, ‘আমরা সরকারকে বলে দিতে চাই, নির্যাতন ও গ্রেফতার চালিয়ে বিরোধী দলের গণতান্ত্রিক আন্দোলনকে স্তিমিত করা যাবে না।’

অন্তর্বর্তীকালীন সরকারব্যবস্থা সম্পর্কে বিএনপি চেয়ারপারসনের প্রস্তাব সংক্রান্ত প্রশ্নের জবাবে মির্জা ফখরুল বলেন, ‘এটি একটি প্রস্তাব। এর সমালোচনা নয়, এর ভিত্তিতে আলোচনা হতে পারে।’

১৮ দলীয় জোট খালেদা জিয়ার প্রস্তাবে সমর্থন দিয়েছে বলেও জানান তিনি।

তিনি অভিযোগ করেন, ২৫ অক্টোবর সামনে রেখে সরকার গণগ্রেফতার শুরু করেছে। সারা দেশে কয়েকশ নেতা-কর্মীকে গ্রেফতার করা হয়েছে। বিভিন্ন মাদ্রাসায় তল্লাশি চালানো হচ্ছে, ছাত্রদের নাজেহাল করা হচ্ছে। এ ধরনের তল্লাশি ও গ্রেফতার বন্ধ করতে হবে।’

মির্জা ফখরুলের সভাপতিত্বে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতা আবদুল্লাহ মোহাম্মদ তাহের, ন্যাপের মহাসচিব গোলাম মোস্তফা ভূইয়া, এলডিপির রেদোয়ান আহমদ প্রমুখ এ সময় উপস্থিত ছিলেন।

(দিরিপোর্ট২৪/ওএস/এমএআর/এমডি/অক্টোবর ২৩, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

রাজনীতি এর সর্বশেষ খবর

রাজনীতি - এর সব খবর