thereport24.com
ঢাকা, শনিবার, ২৮ ডিসেম্বর ২০২৪, ১৪ পৌষ ১৪৩১,  ২৬ জমাদিউস সানি 1446

নাটোরে রাস্তা অবরোধ

২০১৩ ডিসেম্বর ০৮ ১০:৫০:৩৬
নাটোরে রাস্তা অবরোধ

নাটোর সংবাদদাতা : নাটোরের বিভিন্ন সড়কে গাছের গুঁড়ি, ইট ফেলে ও টায়ার জ্বালিয়ে অবরোধের দ্বিতীয় দিন রবিবার পালিত হচ্ছে। এ সময় একটি কাভার্ডভ্যানে ভাঙচুর চালায় অবরোধকারীরা।

শহরের স্টেশনবাজার, হফরাস্তা এলাকায় সকালে বিএনপির নেতাকর্মীরা গাছের গুঁড়ি, ইট ফেলে ও টায়ারে আগুন জ্বালিয়ে নাটোর-রাজশাহী মহাসড়ক অবরোধ করে রাখে। এ ছাড়াও ভোর রাতে শহরের কানাইখালী এলাকায় এসএ পরিবহনের থেমে থাকা একটি কাভার্ডভ্যানে ভাঙচুর চালায় অবরোধকারীরা। জেলার কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে শহরে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

(দ্য রিপোর্ট/এনএইচ/এস/এফএস/ডিসেম্বর ০৮, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর