thereport24.com
ঢাকা, শনিবার, ১১ জানুয়ারি 25, ২৭ পৌষ ১৪৩১,  ১১ রজব 1446

ঊর্ধ্বমুখী প্রবণতায় চলছে লেনদেন

২০১৩ ডিসেম্বর ০৮ ১১:৪৫:৪৯
ঊর্ধ্বমুখী প্রবণতায় চলছে লেনদেন

দ্য রিপোর্ট প্রতিবেদক: চলতি সপ্তাহের প্রথম কার্যদিবস রবিবার ঊর্ধ্বমুখী প্রবণতা দিয়ে দেশের উভয় পুঁজিবাজারে লেনদেন শুরু হয়। দুপুর দেড়টা পর্যন্ত উভয় পুঁজিবাজারে ঊর্ধ্বমুখী প্রবণতায় লেনদেন চলছে। আলোচ্য সময়ে অধিকাংশ শেয়ারের দর বাড়ার পাশাপাশি টাকার অংকে লেনদেনের পরিমাণও তুলনামূলক বাড়ছে।

দুপুর দেড়টা পর্যন্ত দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ৩৫ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৪৩১২ পয়েন্টে। আলোচ্য সময়ে লেনদেন হওয়া ২৮৩টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ২১৬টির, কমেছে ৩৭টির এবং অপরিবর্তিত রয়েছে ৩০টি কোম্পানির শেয়ার দর। টাকার পরিমাণে লেনদেন হয়েছে ৩৬৪ কোটি ৭৯ লাখ।

বৃহস্পতিবার দিনশেষে ডিএসইর ব্রড ইনডেক্স ৪২৭৭ পয়েন্টে অবস্থান করে।

অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সাধারণ মূল্য সূচক দুপুর দেড়টা পর্যন্ত ৭০ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৮৪৪৩ পয়েন্টে। আলোচ্য সময়ে লেনদেন হওয়া ২০৫টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৪৬টির, কমেছে ৩৭টির এবং অপরিবর্তিত রয়েছে ২২টি কোম্পানির শেয়ার দর। টাকার পরিমাণে লেনদেন হয়েছে ৪৪ কোটি ৯৩ লাখ টাকা।

(দ্য রিপোর্ট/এস/এইচকে/ডিসেম্বর ৮, ২০১৩)

পাঠকের মতামত:

SMS Alert

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর