thereport24.com
ঢাকা, বুধবার, ১৫ জানুয়ারি 25, ২ মাঘ ১৪৩১,  ১৫ রজব 1446

পিরোজপুরে সাঈদীর মামলার সাক্ষীকে কুপিয়েছে দুর্বৃত্তরা

২০১৩ ডিসেম্বর ০৮ ১২:১৬:৪৫
পিরোজপুরে সাঈদীর মামলার সাক্ষীকে কুপিয়েছে দুর্বৃত্তরা

পিরোজপুর সংবাদদাতা : আন্তর্জাতিক যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালে জামায়াত নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর মামলার সরকার পক্ষের সাক্ষী মোস্তফা হাওলাদারকে কুপিয়ে আহত করেছে দুর্বৃত্তরা। তাকে মারাত্মক আহত অবস্থায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

জানা গেছে, শনিবার গভীর রাতে পিরোজপুরের জিয়ানগর উপজেলার হোগলাবুনিয়া গ্রামের মোস্তফার ঘরে সিঁধ কেটে ঢুকে তাকে কুপিয়ে আহত করা হয়। এ সময় তার স্ত্রী হাসিনা বেগম বাধা দিলে তাকেও কুপিয়ে আহত করা হয়। মাথায় মারাত্মক জখম অবস্থায় রাতেই মোস্তফাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

জিয়ানগর থানার ওসি কামরুল ইসলাম জানান, বিষয়টি চুরিঘটিত। চুরির উদ্দেশ্যে সিঁধ কেটে চোর ঘরে ঢুকলে টের পাওয়ায় তাকে কুপিয়ে আহত করে চোর পালিয়ে যায়।

(দ্য রিপোর্ট/এফই/এস/এএস/ডিসেম্বর ০৮, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর