thereport24.com
ঢাকা, বুধবার, ৮ জানুয়ারি 25, ২৪ পৌষ ১৪৩১,  ৮ রজব 1446

আসছে গুগলের টেলিভিশন

২০১৩ ডিসেম্বর ০৮ ১২:৩৬:৫৪
আসছে গুগলের টেলিভিশন

দ্য রিপোর্ট ডেস্ক : ‘নেক্সাস টিভি’ নামের সেট টপ বক্স নিয়ে ২০১৪ সালের শুরুর দিকেই বাজারে হাজির হচ্ছে গুগল। দি ইনফরমেশন শুক্রবার এক প্রতিবেদনে জানাচ্ছে এর মাধ্যমে ভিডিও দেখা ও গেইম খেলা যাবে।

এর স্ট্রিমিং ভিডিও হুলু ও নেটফ্লিক্স সার্ভিসের মাধ্যমে এনড্রয়েড মোবাইলে দেখা যাবে। নেক্সাসের মাধ্যমে নতুন প্রযুক্তির সেট টপ ডিভাইসে শামিল হচ্ছে গুগল। বিশেষ করে সাম্প্রতিক সময়ে নেটফ্লিক্সে ‘অরেঞ্জ ইজ দি নিউ ব্ল্যাক’ ও ‘হাউস অব কার্ড’ এর মতো শো-এর সাফল্য নতুন এই প্রযুক্তিকে টেলিভিশন মিডিয়ার কাছাকাছি নিয়ে এসেছে।

নেক্সাসের প্রধান প্রতিদ্বন্দ্বী হবে বাজারে থাকা অ্যাপল টিভি ও রোকু। এছাড়া ইন্টেল ও আমাজনের মতো কোম্পানি অচিরেই বাজারে একই ধরনের প্রযুক্তি নিয়ে আসছে।

তবে টেলিভিশন স্ট্রিমিংয়ের বাজারে গুগলের এটি প্রথম প্রচেষ্টা নয়। তারা এর আগে বাজারে এনেছিল ক্রোমকাস্ট নামের ছোট এইচিডিএমএ প্লাগ-ইন। নেক্সাস হলো ক্রোমকাস্টের চেয়ে ব্যয়বহুল প্রচেষ্টা।

(দ্য রিপোর্ট/ডব্লিউএস/এস/জেএম/ডিসেম্বর ০৮, ২০১৩)

পাঠকের মতামত:

SMS Alert

বিজ্ঞান ও প্রযুক্তি এর সর্বশেষ খবর

বিজ্ঞান ও প্রযুক্তি - এর সব খবর