thereport24.com
ঢাকা, শুক্রবার, ১০ জানুয়ারি 25, ২৬ পৌষ ১৪৩১,  ১০ রজব 1446

বাগদাদে পানশালায় হামলায় নিহত ৯

২০১৩ ডিসেম্বর ০৮ ১২:১৯:০৯
বাগদাদে পানশালায় হামলায় নিহত ৯

দ্য রিপোর্ট ডেস্ক : ইরাকের রাজধানী বাগদাদে একটিপানশালায় বন্দুকধারীদের হামলায় ৯ জন নিহত ও পাঁচজন আহত হয়েছেন।

নিরাপত্তা বাহিনী ও পুলিশ সূত্রে জানায়, শনিবার ওয়াজিরিয়াহ এলাকায় একটিপানশালায় এ হামলার ঘটনা ঘটে।

বাগদাদে এর আগেওপানশালায় হামলার ঘটনা ঘটে। চলতি বছরের মে মাসে পানশালায় বন্দুকধারীদের গুলিতে ১২ জন নিহত হন।

এদিকে বাগদাদের দুরা এলাকায় রাস্তার পাশে পেতে রাখা বোমায় একজন নিহত ও চারজন আহত হন। অন্যদিকে উত্তরাঞ্চলীয় মৌসুল শহরে অপর একটি বিস্ফোরণে তিনজন নিহত ও ১২ জন আহত হয়েছে।

২০০৮ সালের পর এ বছরই দেশটিতে সবচেয়ে বেশি সহিংসতার ঘটনা ঘটছে। দেশটির সাম্প্রদায়িক দাঙ্গা ও অনেক হতাহতের ঘটনা ঘটছে। সূত্র: এএফপি।

(দ্য রিপোর্ট/কেএন/এস/জেএম/ডিসেম্বর ০৮, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

বিশ্ব এর সর্বশেষ খবর

বিশ্ব - এর সব খবর