thereport24.com
ঢাকা, শনিবার, ১১ জানুয়ারি 25, ২৮ পৌষ ১৪৩১,  ১১ রজব 1446

ঢাকাসহ ১১ জেলায় বিএনপির হরতাল চলছে

২০১৩ ডিসেম্বর ০৮ ১৩:১৯:২৬
ঢাকাসহ ১১ জেলায় বিএনপির হরতাল চলছে

দ্য রিপোর্ট প্রতিবেদক : ঢাকা মহানগর বিএনপির আহ্বায়ক সাদেক হোসেন খোকাসহ আটক কেন্দ্রীয় নেতাদের মুক্তি ও মিথ্যা মামলা প্রত্যাহারসহ অন্যান্য দাবিতে অবরোধের মধ্যেই ঢাকাসহ ১১ জেলায় হরতাল পালন করছে বিএনপি ও ছাত্রদল।

ঢাকার বাইরে হরতাল পালন করা অন্য জেলাগুলো হচ্ছে- চট্টগ্রাম, সিলেট, মৌলভীবাজার, সুনামগঞ্জ, নেত্রকোনা, জয়পুরহাট, শরীয়তপুর, পটুয়াখালী, মুন্সীগঞ্জ ও খাগড়াছড়ি।

বিএনপির ভাইস চেয়ারম্যান সাদেক হোসেন খোকাকে গ্রেপ্তারের প্রতিবাদ, কেন্দ্রীয় নেতাদের মুক্তি নেতাকর্মীদের নামে মিথ্যা মামলা প্রত্যাহার এবং ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি আব্দুল কাদের ভূঁইয়া জুয়েল ও সাধারণ সম্পাদক হাবিবুর রশিদের মুক্তির দাবিতে এই হরতালের ডাক দেওয়া হয়। এই কর্মসূচির অংশ হিসেবে ঢাকা মহানগরীতে রবিবার সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ১২ ঘণ্টার হরতাল পালন করছে মহানগর বিএনপি। প্রথমে হরতাল ২৪ ঘণ্টা ঘোষণা করা হলেও শনিবার গভীর রাতে তা কমিয়ে ১২ ঘণ্টা করা হয়।

এর আগে বুধবার রাতে উত্তরার এক বাসা থেকে র‌্যাব-পুলিশ যৌথ অভিযান চালিয়ে খোকাকে গ্রেফতার করে।

চট্টগ্রাম : চট্টগ্রামে সকাল-সন্ধ্যা হরতাল পালন করছে ছাত্রদল। সংগঠনের কেন্দ্রীয় সভাপতি আব্দুল কাদের ভূঁইয়া জুয়েল ও সাধারণ সম্পাদক হাবিবুর রশীদসহ গ্রেফতার সকল ছাত্রদল নেতাকর্মীর মুক্তির দাবিতে চট্টগ্রাম মহানগর, উত্তর-দক্ষিণ ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রদল যৌথভাবে এ হরতালের ডাক দেয়।

সিলেট : কেন্দ্রীয় নেতাদের মুক্তি ও নেতাকর্মীদের ওপর থেকে মামলা প্রত্যাহারের দাবিতে রবিবার সিলেট বিভাগে সকাল-সন্ধ্যা হরতাল পালন করছে স্বেচ্ছাসেবক দল।

মৌলভীবাজার : কেন্দ্রীয় নেতাদের মুক্তি ও সিলেটের নেতাকর্মীদের নামে মামলা প্রত্যাহারের দাবিতে রবিবার মৌলভীবাজার জেলায় সকাল-সন্ধ্যা হরতাল পালন করছে জেলা বিএনপির একাংশ। শুক্রবার সন্ধ্যায় মৌলভীবাজার প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে বিএনপির একাংশের নেতা মোয়াজ্জেম হোসেন মাতুক এ কর্মসূচি ঘোষণা করেন।

সুনামগঞ্জ : ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি আব্দুল কাদের ভূঁইয়া জুয়েল ও সাধারণ সম্পাদক হাবিবুর রশীদ হাবিবের মুক্তির দাবিতে সুনামগঞ্জ জেলায় রবিবার সকাল-সন্ধ্যা হরতাল পালন করছে ছাত্রদল। শনিবার দুপুরে জেলা ছাত্রদলের দুটি গ্রুপ পৃথকভাবে এ কর্মসূচির ঘোষণা করে।

নেত্রকোনা: সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরের বিরুদ্ধে সকল মামলা প্রত্যাহার ও তার মুক্তির দাবিতে জেলার মদন উপজেলায় রবিবার অর্ধদিবস হরতাল পালন করছে স্থানীয় বিএনপি।

জয়পুরহাট: জয়পুরহাটে রবিবার সকাল ৬টা থেকে দুপুর ২টা পর্যন্ত আধাবেলা হরতাল পালন করেছে জেলা ছাত্রদল। ভোটার তালিকায় বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের নাম বাদ দেওয়া এবং ছাত্রদলের সভাপতি আব্দুল কাদের ভুঁইয়া জুয়েলসহ ১৮ দলের আটক নেতাকর্মীদের মুক্তির দাবিতে এ হরতালের ডাক দেওয়া হয়। শুক্রবার সন্ধ্যায় জেলা ছাত্রদল সভাপতি মাসুদ রানা প্রধান হরতালের ঘোষণা দেন।

শরীয়তপুর: ছাত্রদল সভাপতি আবদুল কাদের ভূঁইয়া জুয়েলের মুক্তির দাবিতে রবিবার শরীয়তপুরে সকাল-সন্ধ্যা হরতাল পালন করছে জেলা ছাত্রদল। শনিবার সকাল ১০টায় অবরোধ কর্মসূচি পালনকালে সমাবেশে জেলা ছাত্রদলের আহ্বায়ক জামাল উদ্দিন বিদ্যুৎ এই হরতাল কর্মসূচি ঘোষণা করেন।

পটুয়াখালী: ছাত্রদলের সভাপতি ও সাধারণ সম্পাদকের মুক্তির দাবিতে রবিবার পটুয়াখালীতে সকাল-সন্ধ্যা হরতাল পালন করছে জেলা ছাত্রদল। শনিবার দুপর ১২টার দিকে বিক্ষোভ মিছিল শেষে আয়োজিত সমাবেশে এ হরতালের ঘোষণা দেয় ছাত্রদল।

মুন্সীগঞ্জ: ছাত্রদল সভাপতি ও সাধারণ সম্পাদককে মুক্তির দাবিতে মুন্সীগঞ্জ জেলা ছাত্রদল রবিবার সকাল-সন্ধ্যা হরতাল পালন করছে।

খাগড়াছড়ি: ছাত্রদল সভাপতি ও সাধারণ সম্পাদককে মুক্তির দাবিতে রবিবার খাগড়াছড়ি জেলায় সকাল-সন্ধ্যা হরতাল পালন করছে জেলা ছাত্রদল।

(দ্য রিপোর্ট/টিএস/এস/ডব্লিউএস/ডিসেম্বর ০৮, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

রাজনীতি এর সর্বশেষ খবর

রাজনীতি - এর সব খবর