thereport24.com
ঢাকা, শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১,  ২১ জমাদিউল আউয়াল 1446

সংসদ অধিবেশন থেকে বিএনপির ওয়াকআউট

২০১৩ অক্টোবর ২৩ ১৭:৫৭:০৮ ০০০০ 00 ০০ ০০:০০:০০
সংসদ অধিবেশন থেকে বিএনপির ওয়াকআউট
দিরিপোর্ট২৪ প্রতিবেদক : জাতীয় সংসদের চলতি অধিবেশনে যোগ দেওয়ার দেড় ঘন্টার মাথায় ওয়াকআউট করেছে প্রধান বিরোধী দল বিএনপি। পঞ্চম সংশোধনী নিয়ে ক্ষমতাসীন দলের সংসদ সদস্য শেখ ফজলুল করিম সেলিমের বক্তব্যের প্রতিবাদে তারা ওয়াকআউট করেন।

সংসদের মুলতবি অধিবেশন শুরুর পর প্রধানমন্ত্রীর প্রশ্নোত্তর পর্ব ও মাগরিবের বিরতি শেষে ৬টা ১২ মিনিটে বিএনপির স্থায়ী কমিটির সদস্য জমিরউদ্দিন সরকারের নেতৃত্বে বিরোধী দলের সদস্যরা অধিবেশন কক্ষে প্রবেশ করেন।

জমিরউদ্দিন সরকার পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে ১৮ দলীয় জোটের পক্ষ থেকে বিরোধী দলের নেতার নির্বাচনকালীন নির্দলীয় সরকারের প্রস্তাবটি পড়ে শোনান। পরে তিনি বলেন, আলোচনার মাধ্যমে যতো দ্রুত এর সমাধান করা যায় ততোই মঙ্গল। আমাদের আশা, মাননীয় প্রধানমন্ত্রী প্রস্তাবটি গুরুত্ব দিয়ে বিবেচনা করবেন।

পরে শেখ সেলিম পঞ্চদশ সংশোধনী বাতিলে উচ্চ আদালতের রায় ও জিয়াউর রহমানের ক্ষমতা দখল নিয়ে বক্তব্য দিতে শুরু করলে বিএনপির সদস্যরা এর প্রতিবাদে ৭টা ৪০ মিনিটে ওয়াকআউট করেন।

জমিরউদ্দিন সরকারের বক্তব্যের সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা অধিবেশনে উপস্থিত না থাকলেও পরে তিনি যোগ দেন।

(দিরিপোর্ট২৪/রিজভী/ম্যোমিতা/এমএআর/অক্টোবর ২৩, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

রাজনীতি এর সর্বশেষ খবর

রাজনীতি - এর সব খবর