thereport24.com
ঢাকা, শনিবার, ১১ জানুয়ারি 25, ২৮ পৌষ ১৪৩১,  ১১ রজব 1446

বিএনপি নির্বাচনী ট্রেন মিস করেছে : হানিফ

২০১৩ ডিসেম্বর ০৮ ১৩:২৬:০২
বিএনপি নির্বাচনী ট্রেন মিস করেছে : হানিফ

দ্য রিপোর্ট প্রতিবেদক : আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ বলেছেন, ‘বিএনপি নির্বাচনের ট্রেন মিস করেছে। তাদের আর নির্বাচন নিয়ে কোনো বক্তব্য দেওয়ার সুযোগ নেই। আগামী দশম জাতীয় সংসদ নির্বাচন ঘোষিত তারিখ অনুযায়ী অনুষ্ঠিত হবে।’

ঢাকা মহানগর যুবলীগ (দক্ষিণ) আয়োজিত বিএনপি জামায়াতের হরতাল ও অবরোধবিরোধী বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

রবিবার আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে দক্ষিণ যুবলীগের সভাপতি ইসমাইল চৌধুরী সম্র্রাটের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন যুবলীগের সভাপতি উমর ফারুক চৌধুরী এবং সাধারণ সম্পাদক হারুনুর রশিদ।

অবিলম্বে বিরোধী দলের নেত্রী ও শমসের মবিন চৌধুরীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়ে হানিফ বলেন, শমসের মবিন চৌধুরী যুদ্ধাবস্থায় মানুষ হত্যার কথা বলেছেন। আমরা জানতে চাই বিএনপি কার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে? বিএনপির পক্ষ থেকে শমসের মবিনের বক্তব্যের কোনো প্রতিবাদ করা হয়নি। তাই দলের প্রধানসহ শমসের মবিন চৌধুরীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য সরকারের প্রতি দাবি জানান তিনি।

এ সময় অন্যদের মধ্যে কেন্দ্রীয় ও মহানগর যুবলীগের নেতারা উপস্থিত ছিলেন।

(দ্য রিপোর্ট/বিকে/এস/জেএম/ডিসেম্বর ০৮, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

রাজনীতি এর সর্বশেষ খবর

রাজনীতি - এর সব খবর