thereport24.com
ঢাকা, বুধবার, ১৫ জানুয়ারি 25, ২ মাঘ ১৪৩১,  ১৫ রজব 1446

মুন্সীগঞ্জে চলছে সকাল-সন্ধ্যা হরতাল

২০১৩ ডিসেম্বর ০৮ ১৩:৩০:১৬
মুন্সীগঞ্জে চলছে সকাল-সন্ধ্যা হরতাল

মুন্সীগঞ্জ সংবাদদাতা : মুন্সীগঞ্জের ৬ উপজেলায় জেলা ছাত্রদলের ডাকে রবিবার সকাল-সন্ধ্যা হরতাল চলছে। ঢাকা-মুন্সীগঞ্জ সড়কে শহরের মুক্তারপুরস্থ ষষ্ঠ বাংলাদেশ-চীন মৈত্রী সেতুর পাদদেশে গাছের গুঁড়ি ফেলে ও শহরের থানারপুল এলাকায় টায়ারে আগুন দেয় ছাত্রদল নেতাকর্মীরা।

প্রত্যক্ষদর্শীরা জানান, শহরের উপকণ্ঠ পঞ্চসার পেট্রোল পাম্পের কাছেও গাছের গুঁড়ি ফেলে সড়কে অবরোধ সৃষ্টি করা হয়। হরতালের কারণে ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-মাওয়া মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ রয়েছে। দূরপাল্লার কোনো যানবাহন চলাচল করছে না।

জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মাসুদ রানা জানান, জেলার গজারিয়া, টঙ্গীবাড়ী, লৌহজং, সিরাজদীখান, শ্রীনগর ও সদরে ছাত্রদল নেতাকর্মীরা হরতালের সমর্থনে খণ্ড খণ্ড মিছিল করেছেন।

এদিকে শহরের থানারপুল এলাকাস্থ জেলা বিএনপির অফিসের সামনে থেকে জেলা ছাত্রদল সভাপতি আমিনুর ইসলাম জসিম ও সাধারণ সম্পাদক মাসুদ রানার নেতৃত্বে হরতালের সমর্থনে একটি মিছিল বের হয়। মিছিলটি শহরের পুরাতন বাসস্ট্যান্ড সড়ক অতিক্রম করলে পুলিশ মিছিলটি ছত্রভঙ্গ করে দেয়।

(দ্য রিপোর্ট/এমএএস/এফএস/এস/এএস/ডিসেম্বর ০৮, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর